কন্যার বিয়ের জন্য হোটেল বুক করে প্রতারিত গুরুগ্রামের বাসিন্দা। — প্রতীকী ছবি।
বিলাসবহুল হোটেলে কন্যার বিয়ের আয়োজন করতে চেয়েছিলেন। সেই মতো কথাবার্তার পর হোটেল বুকের জন্য এক ব্যক্তিকে ২০ লক্ষ টাকা আগামও দিয়েছিলেন গুরুগ্রামের এক বাসিন্দা। অনুষ্ঠানের আগে সংশ্লিষ্ট হোটেলে পৌঁছে তিনি জানতে পারেন বিয়ের জন্য কোনও বুকিং হয়নি! বিভিন্ন জায়গায় যোগাযোগ করে বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। থানায় গোটা ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুগ্রামের নারাং পরিবার ধুমধাম করে কন্যার বিয়ের আয়োজন করতে চেয়েছিলেন। বিবাহস্থল নিয়ে বিস্তর আলোচনার পর ঠিক হয় দিল্লির এয়ারোসিটিতে এক বিলাসবহুল হোটেলেই হবে বিয়ের অনুষ্ঠান। সেই মতো অংশু কপূর নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয় নারাং পরিবারের। তিনিই আমির সিংহ অরোরা নামে অন্য এক জনের সঙ্গে আলাপ করিয়ে দেন। আমির নিজেকে ওই সংশ্লিষ্ট বিলাসবহুল হোটেলের সঙ্গে যুক্ত বলে পরিচয় দেন। জানান, হোটেল বুকিং থেকে বিয়ের যাবতীয় বন্দোবস্ত করে দেবেন।
কথাবার্তা সম্পূর্ণ হওয়ার পর নারাং পরিবার আমিরকে ২০ লক্ষ টাকা অনলাইনে পাঠিয়ে দেন। কিন্তু তার পর থেকে ‘বেপাত্তা’ আমির। বুকিং সংক্রান্ত কাগজপত্র চাওয়া হলে তা নিয়ে ঢিলেমি করতে থাকেন তিনি। অনেক বার বলার পর নারাং পরিবারকে একটি ইমেল পাঠান আমির। সেখানে ২০ লক্ষ টাকা প্রাপ্তির স্বীকারোক্তি ছিল ঠিকই, কিন্তু কোনও হোটেলের কথা উল্লেখ ছিল না। তাতেই সন্দেহ হয়।
যাই হোক, অনুষ্ঠানের আগে হোটেলে পৌঁছে নারাং পরিবার জানতে পারে কোনও বুকিংই হয়নি। এমনকি, ২০ লক্ষ টাকাও দেওয়া হয়নি হোটেল কর্তৃপক্ষকে। আমির বলে কোনও ব্যক্তির সঙ্গে হোটেলের কোনও যোগ নেই বলেও জানান তাঁরা। তার পরই নারাং পরিবার পুলিশের দ্বারস্থ হয়। লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ এফআইআর করে তদন্ত শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তদের ধরা যায়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy