জাতীয় সড়কে অবরোধ বিজেপির। — নিজস্ব চিত্র।
বিজেপির দফায় দফায় বিক্ষোভ এবং অবরোধে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ব্যাহত হল যান চলাচল। জাতীয় সড়কে অবরোধের জেরে দুর্ভোগে পড়েন দিঘার উদ্দেশে রওনা দেওয়া পর্যটকেরা। তবে বন্ধ আটকাতে সতর্ক ছিল পুলিশ। প্রতিটি ক্ষেত্রেই অবরোধ স্থায়ী হয় কিছু ক্ষণের জন্য।
দলের বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুইয়াঁর ‘খুনের’ প্রতিবাদে বুধবার ময়নায় ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে বিজেপি। বন্ধ সফল করতে বুধবার সকাল থেকেই হলদিয়া, কাঁথি, পাঁশকুড়া, তমলুক-সহ একাধিক জায়গায় অবরোধ শুরু করেন বিজেপির নেতা-কর্মীরা। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হচ্ছে। অবরোধ তুলতে গিয়ে বিভিন্ন জায়গায় বন্ধ সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন পুলিশকর্মীরা। বিজেপির অবরোধের জেরে কিছু ক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় হলদিয়ায় ১১৬ জাতীয় সড়ক, নন্দকুমার-দিঘা ১১৬বি জাতীয় সড়ক, তমলুক-হলদিয়া রাজ্য সড়ক-সহ একধিক রাস্তা। রামনগর, কাঁথি, এগরা, পটাশপুর-সহ আরও কয়েকটি জায়গাতেও বন্ধের চিত্রটা ছিল এমনই।
তবে বন্ধ রুখতে বুধবার সকাল থেকেই পথে নেমেছিল পুলিশ বাহিনী। পুলিশের বাধার মুখে পড়ে অধিকাংশ জায়গাতেই ঘণ্টাখানেকের বেশি স্থায়ী হয়নি অবরোধ। তবে অবরোধের জেরে দিঘার উদ্দেশে রওনা দেওয়া পর্যটক থেকে সাধারণ মানুষ সকলেই ভোগান্তির মুখে পড়েন। ময়নার বলাইপণ্ডায় ব্যবসায়ীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। একটি সরকার অনুমোদিত মদের দোকান বন্ধ করা নিয়েও বচসায় জড়ান তিনি। হলদিয়ায় বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের নেতৃত্বে সুতাহাটা এবং ব্রজলালচকে পথ অবরোধ করা হয়। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy