Advertisement
০২ নভেম্বর ২০২৪

বিরোধী খোঁচায় এল ভারতী-প্রসঙ্গ

কলেজ মোড়ে পুজো দেখতে এসেছিলেন অনির্বাণ দত্ত, অনন্যা সাহারা। অনির্বাণ বলছিলেন, “পুজোয় দেখছি সবই আছে। মোদী থেকে মমতা। শুধু ভারতী ঘোষই নেই!”

থিম: মেদিনীপুরের পুজোয়।

থিম: মেদিনীপুরের পুজোয়।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৮ ০০:০০
Share: Save:

ভারতী ঘোষ বদলি হওয়ার পর যুক্তি-পাল্টা যুক্তির তুফান উঠেছিল ফেসবুকের ওয়ালে। প্রাক্তন জেলা পুলিশ সুপার ভারতীদেবীর জমানা শেষে শোরগোল পড়েছিল জেলার রাজনীতিতেও। মেদিনীপুরের কলেজ মোড়ে শাসকদলের ছাত্র সংগঠনের সরস্বতী পুজোর থিমে অবশ্য উহ্যই থাকল ভারতী প্রসঙ্গ।

কলেজ মোড়ে পুজো দেখতে এসেছিলেন অনির্বাণ দত্ত, অনন্যা সাহারা। অনির্বাণ বলছিলেন, “পুজোয় দেখছি সবই আছে। মোদী থেকে মমতা। শুধু ভারতী ঘোষই নেই!” তৃণমূল প্রভাবিত পুজোগুলোতেও উহ্য ভারতী প্রসঙ্গ। কেন? তৃণমূল প্রভাবিত পুজোগুলোর মধ্যে অন্যতম ‘গরিমা’-র অন্যতম কর্তা যুব তৃণমূলের জেলা সভাপতি রমাপ্রসাদ গিরির মন্তব্য, “ক্লাবের ছেলেদের যেটা ভাল মনে হয়েছে সেটাই করেছে! অনেক কিছু ঘটে। সব ঘটনা তো আর পুজোর থিমে রাখা যায় না!” ছাত্র পরিষদ প্রভাবিত ‘প্রগতি’-র পুজোর অবশ্য থিম ‘ইউজ এন্ড থ্রো’। সেখানে বিমল গুরুঙ্গ, ছত্রধর মাহাতো, মুকুল রায়, আনিসুর রহমানের পাশাপাশি ভারতী ঘোষের ছবিও রাখা হয়েছে। ছাত্র পরিষদের রাজ্য সহ-সভাপতি মহম্মদ সইফুলের কথায়, “ব্যবহার করে ছুঁড়ে ফেলাটাই তো তৃণমূলের রীতি!”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE