ঘুষ- কাণ্ড প্রকাশ্যে আসার পরই কি দলবদলের জল্পনায় জল ঢাললেন মেদিনীপুর শহর কংগ্রেস সভাপতি তথা কাউন্সিলর সৌমেন খান? ফের নতুন এক জল্পনা মেদিনীপুরে। মঙ্গলবার সৌমেনবাবু বলেন, “আমি কংগ্রেসেই ছিলাম। এখনও কংগ্রেসেই আছি।”
অথচ, একদিন আগের ছবিটাও ছিল অন্য রকম। কেমন? সৌমেনবাবুর দলবদলের জল্পনা গতি পায় সোমবার সকালে। শহর কংগ্রেস সভাপতি দলবদল করে তৃণমূলে নাম লেখাতে পারেন বলে জল্পনা ছিলই। সোমবার সকালে সেই জল্পনা বাড়িয়ে দেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী মৃগেন মাইতি। মৃগেনবাবুর নির্দেশে ওই দিন বিকেল সাড়ে চারটেয় শহরের ফেডারেশন হলে সাংবাদিক বৈঠক ডাকা হয়। পরিচিতদের মৃগেনবাবু জানিয়ে দেন, অনুগামীদের সঙ্গে নিয়ে সৌমেনবাবু তৃণমূলে যোগ দেবেন। তাই এই সাংবাদিক বৈঠক। সোমবার দুপুর পর্যন্ত ফেডারেশন হলে সাজো সাজো রব ছিল। বেলা গড়াতেই ছন্দপতন হয়! তৃণমূল প্রার্থী জানতে পারেন, দলবদল করছেন না শহর কংগ্রেস সভাপতি। বিকেলের সাংবাদিক বৈঠকও বাতিল করা হয়। কেন বৈঠক বাতিল? মৃগেনবাবুর বক্তব্য, “যে কারণে বৈঠক হওয়ার কথা ছিল, সেটা দিন কয়েক পরে হবে!” দলেরই এক সূত্রে খবর, রবিবার রাতে মৃগেনবাবুর ফেডারেশন হলে দেখা গিয়েছে সৌমেনবাবুকে। তিনি মেদিনীপুরের তৃণমূলপ্রার্থীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেছেন।
কেন দলবদলের জল্পনায় জল ঢাললেন সৌমেনবাবু? দলের এক সূত্রের দাবি, ঘুষ- কাণ্ডের জেরেই দলবদলের প্রাথমিক সিদ্ধান্ত থেকে সরে আসেন শহর কংগ্রেস সভাপতি। সোমবার সকাল গড়াতেই সামনে আসে স্টিং অপারেশনের বিষয়টি। গোপন ক্যামেরায় তোলা ছবিতে ঘুষ- বিতর্কে নাম জড়ায় তৃণমূলের প্রথম সারির একঝাঁক নেতা- মন্ত্রীর। সৌমেনবাবু বুঝতে পারেন, তৃণমূলের ভাবমূর্তি নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। এই সময় শাসক দলে নাম লেখানো ঠিক নয়। দলের অন্য এক সূত্রের দাবি, সৌমেনবাবুকে দলবদলের প্রাথমিক সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য করেছেন তাঁর পরিজনেরা। স্ত্রী সুনন্দাদেবী চাননি তিনি তৃণমূলে যান।
এমনকি মেয়ে শুভাঞ্জনাও চায়নি বাবা কংগ্রেস ছেড়ে নতুন কোনও দলে যাক। দলের এক সূত্রে খবর, মেদিনীপুরের তৃণমূলপ্রার্থীকেও সৌমেনবাবু জানিয়ে দিয়েছেন, পারিবারিক কারণে এখন তিনি নতুন কোনও সিদ্ধান্ত নিতে পারছেন না। দলবদলের জল্পনা ছড়িয়ে পড়ার পর মেদিনীপুরের বহু কংগ্রেস নেতা- কর্মী সৌমেনবাবুর সঙ্গে যোগাযোগ করেন। কংগ্রেসে থেকে যাওয়ার আর্জি জানান। তৃণমূল- সমর্থক বলে পরিচিত অনেকেও একই আর্জি জানান শহর কংগ্রেস সভাপতিকে। দলীয় সূত্রে খবর, যাবতীয় জল্পনায় জল ঢেলে কাল, বৃহস্পতিবার মেদিনীপুরে শহর কংগ্রেসের বৈঠকও ডেকেছেন সৌমেনবাবু। বৈঠকে নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy