গেট পেরিয়ে মাঠে ঢুকছে খুদেরা। নিজস্ব চিত্র।
হলদিয়া উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে থাকা তমলুক রাখাল মেমোরিয়াল স্পোর্টস কমপ্লেক্সের মাঠে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। গত ১০ অগস্ট থেকে মাঠের ঢোকার রাস্তায় তালা দেওয়া হয়েছে ও নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। ফলে প্রতিদিন মাঠে যাঁরা ফুটবল অনুশীলন করেন তারঁরা পড়েছেন ফাঁপড়ে। অনুশীলনের জন্য অনুমতি পেতে তমলুকের মহকুমাশাসকরে কাছে আর্জিও জানিয়েছেন অনেকে। ডিসট্রিক্ট স্পোর্টস কাউন্সিলের আহ্বায়ক তথা তমলুকের মহকুমাশাসক শুভ্রজ্যোতি ঘোষ বলেন, ‘‘ওই স্পোর্টস কমপ্লেক্সের তত্ত্বাবধানে রয়েছে হলদিয়া উন্নয়ন পর্ষদ। পর্ষদের পক্ষ থেকে ওই কমপ্লেক্সের কাজ চলছে। নিরাপত্তার কারণেই মাঠে প্রবেশ বন্ধ করা হয়েছে বলে জানতে পেরেছি।’’
শহরের দক্ষিণ চড়া শঙ্করআড়ার যুবক সিদ্ধার্থ ভাঙারি, ঘনশ্যাম নায়েকের কথায়, ‘‘দীর্ঘদিন ধরে বিকেলে ওই মাঠে ফুটবল অনুশীলন করতে যাই। কিন্তু সপ্তাহখানেক আগে গিয়ে দেখি মাঠের প্রবেশপথের দরজায় তালা মারা রয়েছে। কোথায় অনুশীলন করব বলুন তো?’’ তমলুকের স্থানীয় একটি ক্লাবের সম্পাদক গোপাল সামন্ত বলেন, ‘‘ শহরের ওই মাঠের উন্নতি আমরা সকলেই চাই। তবে ক্রীড়া চর্চার স্বার্থে কিছু সময়ের জন্য যাতে অনুশীলন করতে দেওয়া হয় সে জন্য আর্জি জানাচ্ছি।’’
মাঠের রক্ষণাবেক্ষণে অবহেলা নিয়ে শহরের ক্রীড়াপ্রেমীরা সরব হয়েছিলেন। রাজ্যে পালাবদলের পর ওই মাঠের উন্নয়নের জন্য উদ্যোগী হন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, মাঠের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হয়েছে। ওই মাঠে এখন তৃতীয় পর্যায়ের কাজ চলছে। রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মাঠের উন্নয়নের জন্য কাজ চলছে। কাজ চালু রেখে যাতে অনুশীলন করা যায় সেটা বিবেচনা করা হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy