Advertisement
০৮ নভেম্বর ২০২৪
স্ট্যান্ড নেই সবংয়ে

রাস্তাতেই যাত্রী তোলে বাস, যানজটে দুর্ভোগ

বাসস্ট্যান্ড নেই। সবংয়ের কাঁটাখালিতে রাস্তাই বাসস্টপ। স্ট্যান্ড না থাকায় তেমাথানি থেকে সবং পর্যন্ত রাস্তার ধারে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যাত্রী তোলে বাস। কে আগে যাত্রী তুলবে তা নিয়েও চলে রেষারেষি। তার মাঝে পড়ে প্রাণও যাচ্ছে অনেকেরই। তারপরেও হুঁশ নেই প্রশাসনের।

গাড়ির ভিড়ে নিত্য জট। নিজস্ব চিত্র।

গাড়ির ভিড়ে নিত্য জট। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৬ ০১:০৭
Share: Save:

বাসস্ট্যান্ড নেই। সবংয়ের কাঁটাখালিতে রাস্তাই বাসস্টপ। স্ট্যান্ড না থাকায় তেমাথানি থেকে সবং পর্যন্ত রাস্তার ধারে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যাত্রী তোলে বাস। কে আগে যাত্রী তুলবে তা নিয়েও চলে রেষারেষি। তার মাঝে পড়ে প্রাণও যাচ্ছে অনেকেরই। তারপরেও হুঁশ নেই প্রশাসনের।

গত ২২ অক্টোবর সবংয়ের তেমাথানি মোড়ে বাসের ধাক্কায় রেখারানি শীট নামে এক মহিলার মৃত্যু হয়। ছেলের সঙ্গে মোটরবাইকে পিংলার দিকে যাওয়ার সময় বাসের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। শুধু এটিই নয়, আকছার ছোট-বড় দুর্ঘটনায় অনেকেরই প্রাণ যাচ্ছে। জখমও
হচ্ছেন অনেকে।

ডেবরা-সবং রাস্তা তেমাথানিতে তিনভাগে ভাগ হয়ে গিয়েছে। একদিকের রাস্তা পটাশপুর ও অন্য দিকের রাস্তা নারায়ণগড়ে চলে গিয়েছে। তৃতীয় রাস্তাটি গিয়েছে সবংয়ে। এখানেই রয়েছে সবং সজনীকান্ত মহাবিদ্যালয়। কাঁটাখালি, পটাশপুর, ডেবরা, নারায়ণগড়ের মকরামপুর-সহ প্রায় ৬০টি রুটের বাস প্রতিদিন তেমাথানি দিয়ে চলাচল করে। সঙ্গে ভাড়া গাড়িও রয়েছে। সবং থেকে ৭ কিলোমিটার উত্তরে
দেভোগ গ্রাম পঞ্চায়েতের লুটুনিয়া মৌজার তেমাথানিতে দিনে দিনে জনবসতিও বেড়েছে।

ব্লকের এমন গুরুত্বপূর্ণ জায়গায় বাসস্ট্যান্ড গড়ে তোলার দাবি দীর্ঘদিনের। তেমাথানির বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক অরিজিৎ দাস অধিকারী বলেন, “সবং-ডেবরা রাস্তা তৈরির সময়ে এলাকা জবরদখল মুক্ত করা হয়। ফের জবরদখলে অবরুদ্ধ হয়ে গিয়েছে তেমাথানি এলাকা। তার উপর রাস্তায় ট্রেকার, ভ্যান, বাস দাঁড়িয়ে যাত্রী তোলায় যাতায়াত করাই দুষ্কর।’’ স্থানীয় প্রবীণ ব্যবসায়ী রাধেশ্যাম অগ্রবাল বলেন, “তেমাথানির সঙ্কীর্ণ রাস্তায় বাস দাঁড়িয়ে থাকায় পথচারীদের হাঁটাচলার জায়গা থাকে না। ব্যবসার কাজেও সমস্যা হয়। অবিলম্বে এই এলাকায় বাসস্ট্যান্ড গড়ে তোলা প্রয়োজন।’’

স্থানীয় বাস সংগঠনের সম্পাদক বিপুল মাইতিও বলেন, “তেমাথানিতে বাসস্ট্যান্ড গড়ে তোলা প্রয়োজন। এই এলাকা থেকে যাতায়াত করে, অথচ এখানে একটি শৌচাগার পর্যন্ত নেই। পঞ্চায়েত সমিতি এতদিন এখানে বাসস্ট্যান্ড গড়তে উদ্যোগী হয়নি। স্ট্যান্ড তৈরির জন্য
পঞ্চায়েত সমিতিকে প্রস্তাব দেওয়া হবে। কী হয় দেখা যাক।’’

এ বিষয়ে সবং পঞ্চায়েত সমিতির সভাপতি অমল পণ্ডা বলেন, “রাস্তায় বাস দাঁড়িয়ে থাকায় তেমাথানিতে একটা সমস্যা হচ্ছে, এটা ঠিকই। এ বিষয়ে আলোচনা করে নিশ্চয় বাসস্ট্যান্ড গড়ার জন্য পদক্ষেপ করব।”

অন্য বিষয়গুলি:

No bus stand Sabang Traffic jam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE