ঝাড়গ্রামের স্কুলে শিবির। সোমবার। নিজস্ব চিত্র
কুষ্ঠ নিয়ে কুসংস্কার ঠেকাতে উদ্যোগী হলেন সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। ঝাড়গ্রাম কুষ্ঠ কলোনির সুস্থ হয়ে যাওয়া ৩৫ জন বাসিন্দাকে নিয়ে সোমবার, বর্ষশেষের দুপুরটা কাটালেন তাঁরা।
এ দিন ঝাড়গ্রাম শহরের বলরামডিহি এলাকার অশোক বিদ্যাপীঠ নিম্ন বুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গণে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এসেছিলেন এসডিপিও (ঝাড়গ্রাম) দীপক সরকার, ডিএফও (ঝাড়গ্রাম) বাসবরাজ হোলেইচ্চি, ঝাড়গ্রামের অবর বিদ্যালয় পরিদর্শক সুপ্রিয় বর্মন। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিল স্কুলের পড়ুয়ারাও। স্কুলের টিচার ইনচার্জ সুস্মিতা ঘোষ মণ্ডল অনুষ্ঠানের শুরুতে জানান, কুষ্ঠ অভিশাপ নয়। এটি একটি অসুখ। সময়মতো চিকিৎসা করালে রোগী সেরে ওঠেন। চিকিৎসা করাতে বিলম্ব হলে অঙ্গ বিকৃত হওয়ার আশঙ্কা থাকে। তাই প্রয়োজন সচেতনতা। এ দিন খুদে পড়ুয়াদের শেখানো হয়, কুষ্ঠ ছোঁয়াচে নয়, রোগ ও রোগীকে ঘৃণা করতে নেই। বরং কারও শরীরে লালচে দাগ বা শরীরের কোনও জায়গা অসাড় হলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী সরকারি চিকিৎসা কেন্দ্রে যেতে হবে।
শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে কুষ্ঠ কলোনির প্রত্যেক বাসিন্দার গায়ে নতুন কম্বল জড়িয়ে দেওয়া হয়। দুপুরে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে কুষ্ঠ কলোনিতে পৌঁছে দেওয়া হয় রকমারি খাবার-দাবার। কুষ্ঠ কলোনির কেশরী হাঁসদা,ধরম মুর্মু বললেন, ‘‘এ ভাবে স্কুলে ডেকে আমাদের এত যত্ন কেউ করেনি। খুব ভাল লাগল।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy