Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ছাত্রীর দেহ উদ্ধার

সদ্য মাধ্যমিক উত্তীর্ণ এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার রাতে তমলুক থানার পুতপুতিয়া গ্রামের ঘটনা। মৃতার নাম মিতা কুইল্যা (১৬)। স্থানীয় কালাগণ্ডা রজনী বিদ্যাভবন স্কুল থেকে এ বার মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিতার বাবা স্বপন কুইল্যা চাষি।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ২৫ মে ২০১৫ ০০:১৭
Share: Save:

সদ্য মাধ্যমিক উত্তীর্ণ এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার রাতে তমলুক থানার পুতপুতিয়া গ্রামের ঘটনা। মৃতার নাম মিতা কুইল্যা (১৬)। স্থানীয় কালাগণ্ডা রজনী বিদ্যাভবন স্কুল থেকে এ বার মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিতার বাবা স্বপন কুইল্যা চাষি। মাধ্যমিকে মিতা ২৮২ নম্বর পেয়েছে। গত শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। শনিবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সে নিজের স্কুল থেকে ফর্ম নিয়ে আসে।

এ দিন রাত সাড়ে ৯টা নাগাদ তাঁর মা খাওয়ার জন্য মিতাকে ডাকতে গিয়ে দেখেন, দোতলার বারান্দায় গলায় ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় মিতার দেহ ঝুলছে। খবর পেয়ে রাতেই তমলুক থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ ময়না-তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

মিতার কাকা পুলিন কুইল্যা বলেন, ‘‘আমাদের অনুমান, মাধ্যমিক পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ায় মিতা আত্মহত্যা করেছে।’’ পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীর মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

অন্য বিষয়গুলি:

mita kuillya madhyamik student suicide hanging body
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE