Advertisement
০৫ নভেম্বর ২০২৪

গ্রামের পথে আক্রান্ত কলেজ ফেরত ছাত্রী

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কাঁথি প্রভাতকুমার কলেজের বি এ প্রথম বর্ষের ওই ছাত্রী কলেজে শেষে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন।  তারপর ট্রেকারে বাড়ি যান। ট্রেকার স্ট্যান্ড থেকে ওই ছাত্রীর বাড়ির দূরত্ব প্রায় দু’কিলোমিটার। ওই পথটুকু ছাত্রীটি পায়ে হেঁটে ফেরেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কাঁথি শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৯ ০৪:৪৫
Share: Save:

প্রতিদিনের মতো গ্রামের রাস্তা ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন এক কলেজ ছাত্রী। অন্ধকার রাস্তায় হঠাৎ এক যুবক ঝাঁপিয়ে পড়ে তাঁকে পাশের ঝোপে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঘটনাচক্রে সে সময় পিছন থেকে একটি মোটরবাইক এসা পড়ায় পালিয়ে যায় হামলাকারী যুবক। বুধবার রাতে কাঁথি-১ ব্লকের তেঁতুলমুড়ি গ্রামের ওই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তরুণী। কিন্তু আন্তর্জাতিক নারী দিবসের আগেই এমনি ঘটনায় জেলার নারী সুরক্ষার বিষয়টি প্রশ্নের মুখে তুলে দিয়েছে। উল্লেখ্য, কয়েক দিন আগেই খাস মেদিনীপুর শহরের বুকে এক আদিবাসী তরুণীকে গণধর্ষণের ঘটনা সামনে হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কাঁথি প্রভাতকুমার কলেজের বি এ প্রথম বর্ষের ওই ছাত্রী কলেজে শেষে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তারপর ট্রেকারে বাড়ি যান। ট্রেকার স্ট্যান্ড থেকে ওই ছাত্রীর বাড়ির দূরত্ব প্রায় দু’কিলোমিটার। ওই পথটুকু ছাত্রীটি পায়ে হেঁটে ফেরেন। বুধবার রাতেও তিনি স্ট্যান্ড থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। তেঁতুলমুড়ি গ্রামের ইমামবাড়ার কাছে এক যুবক তাঁকে ঝোপে টেনে নিয়ে যাওযার চেষ্টা করেন বলে অভিযোগ। কিন্তু সেই সময় একটি মোটরবাইক এসে যাওয়ায় ওই যুবক পালিয়ে যায় বলে দাবি।

ঘটনাস্থলের একটু দূরেই একটি পানের দোকান রয়েছে। ওই কলেজ ছাত্রী গিয়ে দোকানদারকে ঘটনাটি জানায়। দোকানদার ঘটনাস্থলে গিয়ে দুষ্কৃতীর এক পাটি একটি জুতো পান। কলেজ ছাত্রী বাড়িতে বিষয়টি জানানোর পরে পরিবারের লোকেরাও ঘটনাস্থলে যান। ওই কলেজ ছাত্রীর কথায়, “নীল রঙের টি-শার্ট পরা এক যুবক টি-শার্টের একটা অংশ দিয়ে আমার মুখের কিছুটা ঢেকে দেয়। তাই ওকে চিনতে পারিনি। পাগল, পাগল বলে চিৎকার করছিলাম। ফাঁকা রাস্তায় ওই সময় লাইট ছিল না। সেই মোটর বাইকের আলো আমার উপর না পড়লে, কি হতো, তা ভাবলেই শিউরে উঠছি।’’

বিষয়টি ৪ নম্বর রায়পুর গ্রাম পঞ্চায়েত প্রধান জাহিরুন বিবিকে জানানোর পর তিনি কাঁথি থানায় খবর দেন। রাত প্রায় ১০টা নাগাদ গ্রামে যায় পুলিশ। পুলিশের কাছে এলাকায় নারী নিরাপত্তার বিষয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীর একাংশ। তাঁরা জানান, বুধবারের ঘটনাস্থল চত্বরে কিছু যুবক জমায়েত হয়, আড্ডা দেয়। অভিযোগ ওই যুবকেরা মহিলাদের সঙ্গে অশ্নীল ভাষায় কথা বলে। এক গ্রামবাসী অরূপ জানা বলেন, “গত ৪ মার্চ শিবরাত্রির দিন ওই রাস্তা দিয়ে মহিলা ও পুরুষেরা শিব মন্দিরে জল নিয়ে যাচ্ছিলেন। সেই সময় একদল যুবক বাইক নিয়ে এক মহিলাকে ধাক্কা দেয়। এক যুবকের পায়েও আঘাত লাগে। প্রতিবাদ করায় ওরা হুমকি দিয়েছিল।’’

বুধবার রাতেই কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রী। বৃহস্পতিবারও ঘটনাস্থলে চলছে পুলিশি টহল। তবে ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, “ওই ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ দুষ্কৃতকারীদের চিহ্নিতকরণের কাজ করছে। তবে এখনও পর্যন্ত গ্রেফতারের কোনও খবর নেই।’’

অন্য বিষয়গুলি:

Eveteasing Student Girl Crime
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE