Advertisement
০৬ নভেম্বর ২০২৪

ঝাড়গ্রাম নিয়ে আজ জরুরি বৈঠক মেদিনীপুরে

মুখ্যমন্ত্রীর ধমকের পরে নড়েচড়ে বসে প্রশাসন। ইতিমধ্যে ঝাড়গ্রামে এক বৈঠক হয়েছে। এ বার মেদিনীপুরে রুদ্ধদ্বার বৈঠক হতে চলেছে।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৭ ০১:৩২
Share: Save:

নতুন জেলার উন্নয়নে গতি আনতে ঝাড়গ্রামের জেলাশাসকের মাথায় পশ্চিম মেদিনীপুরের জেলাশাসককে বসিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার সেই ঝাড়গ্রাম জেলার উন্নয়নমূলক কাজকর্মের পর্যালোচনায় বৈঠক ডাকা হল মেদিনীপুরে। আজ, বুধবার মেদিনীপুর কালেক্টরেটের সভাকক্ষে এই বৈঠক হবে বলে প্রশাসন সূত্রে খবর। থাকবেন ঝাড়গ্রামের জেলাশাসক আর অর্জুন, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা। ঝাড়গ্রামের ৮টি ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতিকে বৈঠকে উপস্থিত থাকার কথা জানানো হয়েছে। থাকবেন বিভিন্ন দফতরের পদস্থ আধিকারিকেরাও। ঝাড়গ্রামের এক প্রশাসনিক কর্তা মানছেন, “জরুরি ভিত্তিতে এই বৈঠক ডাকা হয়েছে। সেখানে সব উন্নয়নমূলক কাজকর্মেরই পর্যালোচনা হবে।’’

মুখ্যমন্ত্রীর ধমকের পরে নড়েচড়ে বসে প্রশাসন। ইতিমধ্যে ঝাড়গ্রামে এক বৈঠক হয়েছে। এ বার মেদিনীপুরে রুদ্ধদ্বার বৈঠক হতে চলেছে। প্রশাসন সূত্রে খবর, বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বৈঠক চলবে। শুরুতে মিশন নির্মল বাংলা এবং জেলা পরিষদের আরও কিছু কাজকর্ম নিয়ে আলোচনা হবে। পরে পরে জঙ্গলমহল অ্যাকশন প্ল্যান, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ, বিধায়ক তহবিল, সাংসদ তহবিল নিয়ে আলোচনা হবে। এরপর একে একে যুবকল্যাণ দফতর, শিক্ষা দফতর, অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতর, গ্রামোন্নয়ন দফতর, একশো দিনের কাজ প্রকল্প, স্বসহায়ক দল, মিড ডে মিল, সংখ্যালঘু উন্নয়ন, পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন, কন্যাশ্রী, প্রভৃতি প্রকল্প এবং দফতরের কাজকর্ম নিয়ে আলোচনা হবে।

অন্য বিষয়গুলি:

Jhargram New District Meeting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE