Advertisement
০৬ নভেম্বর ২০২৪

ধসে গেল কংক্রিটের রাস্তা, দুর্ভোগ

ধসে গেল বাঁধের কংক্রিটের রাস্তা। মঙ্গলবার ভোরে ঘাটাল শহরের কৃষ্ণনগরে রাস্তা বসে যায়। ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি। পাইপলাইন ফেটে গিয়েছে। দুর্ভোগে স্থানীয়রা।

কৃষ্ণনগরে ধসে গিয়েছে রাস্তা। নিজস্ব চিত্র।

কৃষ্ণনগরে ধসে গিয়েছে রাস্তা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০১:৫০
Share: Save:

ধসে গেল বাঁধের কংক্রিটের রাস্তা। মঙ্গলবার ভোরে ঘাটাল শহরের কৃষ্ণনগরে রাস্তা বসে যায়। ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি। পাইপলাইন ফেটে গিয়েছে। দুর্ভোগে স্থানীয়রা।

পুরসভা ও স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণনগরে শিলাবতী নদী থেকে একটি খাল বেরিয়ে ময়রাপুকুর হয়ে ঝুমি নদীতে মিশেছে। ওই খালটির নাম নারাণখালি খাল। ওই খালের বাঁধের উপর দিয়েই কৃষ্ণনগর, শীতলপুর, শিলা রাজনগর-সহ স্থানীয় একাধিক গ্রামের বাসিন্দারা যাতায়াত করেন। বছর দু’য়েক আগে মাটির বাঁধের উপর তৈরি হয় কংক্রিটের রাস্তা।

দিন কয়েক আগে টানা বৃষ্টির জেরে খালেও জল বেড়েছিল। জল নেমে যাওয়ার পরেই বাঁধে ফাটল দেখা দেয়। পুরসভার বাস্তুকার তপন ঘোষের কথায়, “জলের স্রোতে মাটি আলগা হয়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। ফের মাটি ফেলে বাঁধটি উঁচু করা হবে। তারপর তৈরি হবে রাস্তা।”

স্থানীয় সূত্রে খবর, সোমবার বিকেল থেকেই রাস্তায় ফাটল দেখা দিতে শুরু করে। মঙ্গলবার ভোরে আচমকা রাস্তাটি ধসে যায়। রাস্তার প্রায় আশি ফুট অংশ ধসে যায়। আরও একশো ফুটের বেশি রাস্তায় ফাটল তৈরি হয়েছে। রাস্তা ধসে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় একাধিক গ্রামের শতাধিক বাসিন্দা।

মঙ্গলবার সকালেই কৃষ্ণনগরের ঘোল পাড়া এলাকায় বিদ্যুৎ চলে যায়। বন্ধ হয়ে যায় জল সরবারহও। খবর পেয়ে এ দিন ঘটনাস্থলে যান পুরসভার চেয়ারম্যান বিভাস ঘোষ-সহ সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা। চেয়ারম্যান বিভাস ঘোষ বলেন, “ওই এলাকায় একটি খালের বাঁধের উপর রাস্তা তৈরি হয়েছিল। কয়েকদিন আগেই ওই রাস্তায় ফাটল দেখা দেয়। এ দিন রাস্তা ধসে যায়।’’ তিনি আরও বলেন, ‘‘বৃষ্টি না কমলে রাস্তা সংস্কারের কাজ শুরু যাবে না। অস্থায়ী ভাবে জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।”

অন্য বিষয়গুলি:

concrete road collapsed
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE