Advertisement
০৩ নভেম্বর ২০২৪

জেলার ও রক্ষীর বচসা মেদিনীপুর সংশোধনাগারে

একটি বাক্স নিয়ে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে ঢুকতে যাওয়ার সময় বাধা পেয়ে এক জেলারের সঙ্গে বচসায় জড়ানোর অভিযোগ উঠল এক কারারক্ষীর বিরুদ্ধে। ওই জেলার জেল সুপারের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন। খবর পেয়ে আসেন তৃণমূল প্রভাবিত কারারক্ষী সংগঠনের এক নেতা। তিনি আবার অন্য রক্ষীদের ওই জেলারের কথা না শোনার ফতোয়া দেন বলে অভিযোগ। জেলের এক সূত্রে খবর, বনবীর দাস নামে ওই কারারক্ষী বাক্সে খরগোশ ছানা নিয়ে জেলে ঢুকতে গেলে বিষয়টি নজরে আসে জেলার দেবাশিস রায়ের। তিনি বাক্স নিয়ে ওই রক্ষীকে ঢুকতে বাধা দেন। ফোনে বিষয়টি জানান জেল সুপার স্বরূপ মণ্ডলকে। দু’জনের বচসা বাধে। খবর পেয়ে আসেন তৃণমূল প্রভাবিত সংগঠন ‘বঙ্গীয় কারারক্ষী সমিতি’র নেতা কার্তিক সাহু।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জুন ২০১৫ ০০:২০
Share: Save:

একটি বাক্স নিয়ে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে ঢুকতে যাওয়ার সময় বাধা পেয়ে এক জেলারের সঙ্গে বচসায় জড়ানোর অভিযোগ উঠল এক কারারক্ষীর বিরুদ্ধে। ওই জেলার জেল সুপারের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন। খবর পেয়ে আসেন তৃণমূল প্রভাবিত কারারক্ষী সংগঠনের এক নেতা। তিনি আবার অন্য রক্ষীদের ওই জেলারের কথা না শোনার ফতোয়া দেন বলে অভিযোগ। জেলের এক সূত্রে খবর, বনবীর দাস নামে ওই কারারক্ষী বাক্সে খরগোশ ছানা নিয়ে জেলে ঢুকতে গেলে বিষয়টি নজরে আসে জেলার দেবাশিস রায়ের। তিনি বাক্স নিয়ে ওই রক্ষীকে ঢুকতে বাধা দেন। ফোনে বিষয়টি জানান জেল সুপার স্বরূপ মণ্ডলকে। দু’জনের বচসা বাধে। খবর পেয়ে আসেন তৃণমূল প্রভাবিত সংগঠন ‘বঙ্গীয় কারারক্ষী সমিতি’র নেতা কার্তিক সাহু। জেলার তাঁর অভিযোগপত্রে কর্তব্যরত অন্য রক্ষীদের সই করার আর্জি জানান। কার্তিকবাবু নাকি বলেন, “কেউ সই করবেন না। উনি যা খুশি তাই লিখুন!” নেতার কথায় সায় দিয়ে কেউ সইও করেননি। পরে ঘটনাটি কারা দফতরের ডিআইজি (মেদিনীপুর) বিপ্লব দাসকেও জানান জেলার।এ নিয়ে দেবাশিসবাবুর বক্তব্য, “যা জানানোর উর্ধ্বতন কর্তৃপক্ষকেই জানিয়েছি।’’ কার্তিকবাবুর অবশ্য দাবি, এটা তেমন কোনও ব্যাপার নয়। সিপিএম প্রভাবিত সংগঠন ‘কারারক্ষী সমিতি পশ্চিমবঙ্গ’-এর নেতা রূপককুমার সাহস রায়ের মন্তব্য, “তৃণমূল এখন সমান্তরাল প্রশাসন চালাচ্ছে। এ ঘটনা তারই প্রমাণ।”

অন্য বিষয়গুলি:

medinipur correctional home jailor vs guard rabbit
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE