নববর্ষের আগের দিনই বন্দিদের একঘেঁয়ে জীবনে ‘খোলা হাওয়া’!
জেলের নানা খবর, বন্দিদের সমস্যার কথা, তাঁদের লেখা কবিতা, কার্টুন— সবই থাকছে চার পাতার এই সাপ্তাহিক সংবাদপত্র ‘খোলা হাওয়া’য়। শুক্রবার বিকেলে সংবাদপত্রের উদ্বোধন করে মেদিনীপুর জেলের সুপার দেবাশিস চক্রবর্তী বলেন, ‘‘এই খবরের কাগজে জেলের নানা খবরই রয়েছে। সকালে যে রকম কাগজ দেখতে আমরা অভ্যস্ত, এই কাগজ সে রকমই।” তাঁর কথায়, “দেশের মধ্যে মেদিনীপুরেই প্রথম এমন উদ্যোগ নেওয়া হল। অভাব-অভিযোগের বিষয়গুলোও কাগজে জায়গা পেয়েছে।”
জেল থেকে যে সংবাদপত্র প্রকাশিত হতে চলেছে, সপ্তাহ খানেক আগেই সেই ঘোষণা করেছিলেন জেলের সুপার দেবাশিসবাবু। ‘সাংবাদিক চাই’ এমন বিজ্ঞপ্তিও জেলে ঝোলানো হয়।
জেল সূত্রে খবর, এই সংবাদপত্র প্রকাশের জন্য বন্দিরা নিজেদের মধ্যে আলোচনা করে এক সম্পাদকীয় বোর্ড গঠন করেছেন। সম্পাদকীয় বোর্ডে ১৬ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি রয়েছেন।
জেলের মধ্যে একাধিক কম্পিউটার রয়েছে। বন্দিরা খবরের কাগজ প্রকাশনার ক্ষেত্রে এই সব কম্পিউটার ব্যবহার করছেন। জেলের এক কর্তা বলছিলেন, “আমরা মুক্ত জায়গার কথা বলি। এই খবরের কাগজ ওঁদের কাছে একটা প্ল্যাটফর্মই। এখানে ওঁরা নিজের কথা
বলতে পারবে।”
বন্দিদের এক জন মানছেন, “এটা একটা অন্য রকম ব্যাপার। পত্রিকা প্রকাশিত হওয়ায় আমরা খুশি।”
তবে, কোনও দাম নেই। ‘খোলা হাওয়া’ বিনামূল্যে পাবেন জেলের সব বন্দিরাই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy