Advertisement
০৫ নভেম্বর ২০২৪

টানা অনুষ্ঠানে রামকিঙ্কর স্মরণ

শিল্পীকে শ্রদ্ধা জানানোর বিচিত্র প্রয়াস। সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন বারো ঘন্টার নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান! সেই সঙ্গে দীর্ঘ একটি ক্যানভাসে ছবি এঁকে চলেছে একের পর এক খুদে শিল্পীরা। বিশিষ্ট শিল্পী ও ভাস্কর রামকিঙ্কর বেজ-এর ১০৯ তম জন্মদিন উপলক্ষে সোমবার ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমির উদ্যোগে সংস্থার রামকিঙ্কর মঞ্চে দিনভর এমনই সব রঙিন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশাল ক্যানভাসে ক্ষুদে শিল্পীদের হাতের ছোঁয়া।  ছবি: দেবরাজ ঘোষ।

বিশাল ক্যানভাসে ক্ষুদে শিল্পীদের হাতের ছোঁয়া। ছবি: দেবরাজ ঘোষ।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ২৬ মে ২০১৫ ০০:৫৩
Share: Save:

শিল্পীকে শ্রদ্ধা জানানোর বিচিত্র প্রয়াস। সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন বারো ঘন্টার নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান! সেই সঙ্গে দীর্ঘ একটি ক্যানভাসে ছবি এঁকে চলেছে একের পর এক খুদে শিল্পীরা। বিশিষ্ট শিল্পী ও ভাস্কর রামকিঙ্কর বেজ-এর ১০৯ তম জন্মদিন উপলক্ষে সোমবার ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমির উদ্যোগে সংস্থার রামকিঙ্কর মঞ্চে দিনভর এমনই সব রঙিন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দিনই শুরু হল আর্ট অ্যাকাডেমির ১৮ তম বার্ষিক শিশু উত্‌সব।

এবার শিশু উত্‌সব উপলক্ষে ২৭ মে থেকে ১৯ জুন পর্যন্ত বিভিন্ন শৈলির অঙ্কন কর্মশালা এবং পাপেট, নাটক, নাচ, গান ও কবিতা কর্মশালার আয়োজন করা হয়েছে।

অন্য বিষয়গুলি:

Ramkinkar Baij jhargram art academy poem song
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE