পুজোয় তারকা সমাবেশ।
শুধু মণ্ডপ বা প্রতিমা নয়, পুজোর উদ্বোধনেও চমক দিতে মেতে উঠল পুজো কমিটিগুলি। মণ্ডপের কাজ এখনও সর্বত্র শেষ হয়নি। তবে লড়াইয়ে টিকে থাকতে আগেভাগে তারকাদের দিয়ে পুজোর উদ্বোধনে জোর দিচ্ছেন উদ্যোক্তারা।
রেলশহরে অনেকগুলি বিগ বাজেটের পুজো হয়। কলকাতার মতো খড়্গপুরেও এ বার চতুর্থীতেই শুরু হয়ে গিয়েছে পুজো। রবিবার সন্ধ্যায় শহরের সাউথ-ইস্ট ডেভেলপমেন্ট সঙ্ঘশ্রী ক্লাবের পুজো উদ্বোধনে এসেছিলেন ছন্দা গায়েনের সঙ্গী পর্বতারোহী দীপঙ্কর ঘোষ ও টালিগঞ্জ অগ্রগামীর কোচ সুব্রত ভট্টাচার্য। এ বছর তাদের থিমও ‘কাঞ্চনজঙ্ঘায় পর্বতারোহী ছন্দার অন্তর্ধান’। তুষারে ঢাকা কাঞ্চনঙ্ঘার আদলে মণ্ডপে ছন্দা জানার ট্রেকিংয়ের দৃশ্য মডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
সোমবার সন্ধ্যায় সাউথ ডেভেলপমেন্ট অভিযাত্রী পুজো কমিটির পুজোর উদ্বোধন করেন বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরী। অক্ষরধাম মন্দিরের আদলে মণ্ডপে পিতলে মোড়া প্রতিমা নজর কাড়ছে দর্শকদের। মণ্ডপের কাজ এখনও শেষ হয়নি। তাহলে কেন আগেই উদ্বোধন? ‘অভিযাত্রী’-এর সাংস্কৃতিক সম্পাদক জয়ন্ত জোয়াদ্দার বলেন, “মণ্ডপ প্রাঙ্গণের বাগান সজ্জার কিছু কাজ বাকি রয়েছে। আমাদের বিশ্বাস, ষষ্ঠীর সকালেই তা শেষ হয়ে যাবে।” এ দিনই সুভাষপল্লি সেবাসমিতির দুর্গাপুজোরও উদ্বোধন করেন একটি বাংলা মেগা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়।
মালঞ্চর বালাজি মন্দির পল্লি উন্নয়ন সমিতির পুজোয় মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের কাহিনী অবলম্বনে পঞ্চ পাণ্ডবদের রাত্রিবাসের মঠের আদলে মণ্ডপ। এ বার পুজোর উদ্বোধন করেছেন জাদুকর পি সি সরকার (জুনিয়র)। ক্লাবের সভাপতি দীপক দাশগুপ্ত বলেন, “কচিকাঁচাদের মহাভারতের কাহিনী শোনাতেই যুদ্ধের একটি অংশ তুলে ধরা হয়েছে। আর তাদের আনন্দ দিতেই পুজোর উদ্বোধনে পি সি সরকার (জুনিয়র)-কে নিয়ে আসা।” এ দিন উদ্বোধন হয়েছে শহরের প্রেমবাজার সর্বজনীন, আদি পুজো কমিটি ও বিবেকানন্দ পল্লি পুজো কমিটির মতো বিগ বাজেটের পুজোগুলিরও।
পঞ্চমী থেকেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় হতে শুরু করল। মেদিনীপুর শহরে শতাধিক সর্বজনীন দুর্গাপুজো হয়। এদিন বেশ কয়েকটি সর্বজনীন পুজোর আনুষ্ঠানিক উদ্বোধনও হয়। শহরে পুজোর উদ্বোধন- পর্ব অবশ্য শুরু হয়েছে চতুর্থী, অর্থাৎ রবিবার থেকেই। ওই দিন অশোকনগর সর্বজনীনে পুজোর উদ্বোধন হয়। এদিন কর্ণেলগোলা আদি সর্বজনীন দুর্গোৎসব, বিধাননগর পূর্ব সর্বজনীন দুর্গোৎসব, ছোটবাজার সর্বজনীন সহ বেশ কয়েকটি পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। আজ, মঙ্গলবার ষষ্ঠী। এদিনই বাকি সব সর্বজনীন পুজোর উদ্বোধন হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy