Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Cancellation Of Trains in Howrah Division

রক্ষণাবেক্ষণের কাজ চলবে হাওড়া শাখায়, আগামী রবিবার বাতিল বেশ কিছু ট্রেন, জানাল রেল

হাওড়া-বর্ধমান কর্ড লাইন, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া। কাটোয়া-আজিমগঞ্জ এবং খনা-ঘুমানি শাখায় রক্ষণাবেক্ষণের কাজ চলবে।

train

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
হাওড়া   শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৩ ২৩:৩৫
Share: Save:

রেললাইন, সিগন্যালের রক্ষণাবেক্ষণ এবং ওভারহেড তারে বৈদ্যুতিকরণ(ওএইচই)-এর কাজ হবে হাওড়া শাখায়। এর ফলে ব্যাহত হবে ট্রেন চলাচল। আগামী ৬ অগস্ট অর্থাৎ রবিবার এই কাজ করা হবে। শুক্রবার রাতে একটি বিজ্ঞপ্তি জারি করে জানাল রেল।

রেলের তরফ থেকে জানানো হয়েছে, হাওড়া-বর্ধমান কর্ড লাইন, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া। কাটোয়া-আজিমগঞ্জ এবং খনা-ঘুমানি শাখায় রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এই দু’দিন উপরোক্ত শাখাগুলিতে বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে এবং কয়েকটির যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে।

রবিবার যে সব ট্রেন বাতিল করা হয়েছে

• হাওড়া থেকে: ৩৭২৩৫, ৩৭২৩৩, ৩৭২৩১, ৩৭৮২৭, ৩৭৬১১, ৩৭২৩৭, ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৭২৩৯, ৩৬০৩৩, ৩৭৯১৫

• বর্ধমান থেকে: ৩৬৮৪০, ৩৬৮৪২, ৩৭৮৩৬, ০৩৫১৯

• চন্দনপুর থেকে: ৩৬০৩৪

• আসানসোল থেকে: ০৩৫১৮

• ব্যান্ডেল থেকে: ৩৭৫৩৬, ৩৭৫৩৮, ৩৭২৪২, ৩৭২৪৪, ৩৭৭৪৯, ৩৭২৪৬, ৩৭২৪৮, ৩৭২৫২

• কাটোয়া থেকে: ৩৭৭৪৮, ৩৭৯২৪, ০৩০৯৫, ০৩০৯৭

• আজিমগঞ্জ থেকে: ০৩০৯৬, ০৩০৯৮

• নৈহাটি থেকে: ৩৭৫৩৫, ৩৭৫৩৭

• পাণ্ডুয়া থেকে: ৩৭৬১২

ওই দিন যে সকল ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে—

• ১৩০৩১ হাওড়া থেকে ১১টা ৫ মিনিটের পরিবর্তে ১২টা ৫ মিনিটে ছাড়বে।

· ডাউন ১৩০৫৪ রাধিকাপুর থেকে বিকেল পৌনে ৬টার পরিবর্তে রাত পৌনে ৮টায় ছাড়বে।

· আপ ১২৩৪৭ হাওড়া থেকে ১১টা ৫৫ মিনিটের পরিবর্তে সাড়ে ১২টায় ছাড়বে।

· ডাউন ১২৩৪৮ রামপুরহাট থেকে ৪টা ৪০ মিনিটের পরিবর্তে ৫টা ৪০-এ ছাড়বে।

· আপ ৩৫০১৭ বর্ধমান থেকে দুপুর ২টোর পরিবর্তে ৩টের সময় ছাড়বে।

· আপ ০৩০৫৯ কাটোয়া থেকে দুপুর ২টোর পরিবর্তে পৌনে ৩টেয় ছাড়বে।

· আপ ০৩০৬১ কাটোয়া থেকে দুপুর ২টোর পরিবর্তে ৩টের সময় ছাড়বে।

· আপ ৩১১৫১ শিয়ালদহ থেকে সকাল সওয়া ১০টার পরিবর্তে সওয়া ১১টায় ছাড়বে।

ওই দিন রক্ষণাবেক্ষণের কাজের জন্য যাত্রীদের যে দুর্ভোগের মধ্যে পড়তে হতে পারে তার জন্য আগে ভাগেই ক্ষমা চেয়ে নিয়েছেন রেল কর্তৃপক্ষ।

অন্য বিষয়গুলি:

trains Howrah Indian Railways
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy