Advertisement
০২ নভেম্বর ২০২৪
West Bengal News

‘গঠনমূলক’ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, নবান্নে বললেন মুখ্যমন্ত্রী

নারদ কাণ্ডে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বোচ্চ আদালতের রায় ‘সঠিক এবং গঠনমূলক’, মন্তব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ মার্চ ২০১৭ ২১:৫২
Share: Save:

নারদ কাণ্ডে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বোচ্চ আদালতের রায় ‘সঠিক এবং গঠনমূলক’, মন্তব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর।

কলকাতা হাইকোর্ট নারদা স্টিং অপারেশন কাণ্ডের তদন্তের ভার সিবিআই-এর হাতে তুলে দিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের এই নির্দেশ মানতে চাননি। তাঁর নির্দেশে পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানায়। সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করার আর্জি জানায় রাজ্য ও তৃণমূল। কিন্তু সুপ্রিম কোর্ট মঙ্গলবার সে আর্জি খারিজ করে দিয়েছে। সিবিআই তদন্তের নির্দেশকেই দেশের সর্বোচ্চ আদালত বহাল রেখেছে।

সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা কিন্তু আর করেননি মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্নে তিনি এই রায়কে ‘স্বাগত’ জানিয়েছেন। সুপ্রিম কোর্ট ‘ইতিবাচক’ রায় দিয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন মন্তব্য করেছেন।

আরও পড়ুন: সিবিআই তদন্ত বহাল, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE