Advertisement
০৩ নভেম্বর ২০২৪

নক্ষত্র সমাবেশে মমতার দ্বিতীয় ইনিংস শুরু

রেড রোডে জমজমাট শপথ গ্রহণ অনুষ্ঠান। দ্বিতীয় বারের জন্য রাজ্যে শপথ নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা তো বটেই, মমতার শপথের সাক্ষী থাকতে হাজির হয়ে গিয়েছেন আন্তর্জাতিক প্রতিনিধিরাও। ভুটানের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের শিল্পমন্ত্রী হাজির কলকাতায়।

মমতাকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

মমতাকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ মে ২০১৬ ১১:৪৭
Share: Save:

রেড রোডে জমজমাট শপথ গ্রহণ অনুষ্ঠান। দ্বিতীয় বারের জন্য রাজ্যে শপথ নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা তো বটেই, মমতার শপথের সাক্ষী থাকতে হাজির হয়ে গিয়েছেন আন্তর্জাতিক প্রতিনিধিরাও। ভুটানের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের শিল্পমন্ত্রী হাজির কলকাতায়। নক্ষত্রের সমাবেশকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় শপথ অনুষ্ঠানের প্রতি মুহূর্তের আপডেট জেনে নিন:

• বিকেল ৪টে ৩০ মিনিটে নবান্নে শুরু হবে নবগঠিত মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠক থেকেই মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

• বেলা ৩টেয় নবান্নে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এবং নতুন মন্ত্রীদের স্বাগত জানাতে সেজেগুজে প্রস্তুত রাজ্য সরকারের সচিবালয়।

• জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শেষ হল শপথ গ্রহণ অনুষ্ঠান। মমতা বন্দ্যোপাধ্যায়-সহ মোট ৪২ জন মন্ত্রী শপথ বাক্য পাঠ করেছেন। একে একে অনুষ্ঠানস্থল ছাড়ছেন মন্ত্রীরা ও অতিথিরা।

• শপথ গ্রহণ করলেন ইন্দ্রনীল সেন, জাকির হোসেন, লক্ষ্মীরতন শুক্লা, শ্যামল সাঁতরা।

• শপথ নিলেন গিয়াসুদ্দিন মোল্লা, গুলাম রব্বানি, বাচ্চু হাঁসদা, সন্ধ্যারানি টুডু।

• আবার এক সঙ্গে শপথ নিলেন পাঁচ জন। এ বার স্বপন দেবনাথ, শশী পাঁজা, সিদ্দিকুল্লা চৌধুরী, মন্টুরাম পাখিরা, অসীমা পাত্র।

• এ বারের দফায় এক সঙ্গে শপথ নিলেন তিন মন্ত্রী— আশিস বন্দ্যোপাধ্যায়, জেমস কুজুর এবং তপন দাশগুপ্ত।

• শপথ অনুষ্ঠানে নাম বিভ্রাট। চূড়ামণি মাহাতোকে শপথ বাক্য পাঠ করতে ডাকার সময় শ্রীমতী চূড়ামণি মাহাতো বলে সম্বোধন করলেন মুখ্য সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়।

• শপথ নিলেন চন্দ্রনাথ সিংহ, চূড়ামণি মাহাতো, মলয় ঘটক, সৌমেন মহাপাত্র, রাজীব বন্দ্যোপাধ্যায়।

• শপথ বাক্য পাঠ করলেন পূর্ণেন্দু বসু, রবীন্দ্রনাথ ঘোষ, ব্রাত্য বসু, শান্তিরাম মাহাতো, অরূপ রায়।

• শপথ গ্রহণ করলেন রেজ্জাক মোল্লা, শুভেন্দু অধিকারী, সাধন পাণ্ডে, বিনয়কৃষ্ণ বর্মন, জ্যোতিপ্রিয় মল্লিক।

• শপথ নিলেন অরূপ বিশ্বাস, গৌতম দেব, শোভন চট্টোপাধ্যায়, জাভেদ খান, ফিরহাদ হাকিম।

• পাঁচ জন করে মন্ত্রী এক সঙ্গে শপথ নিচ্ছেন। প্রথমে শপথ নিলেন অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, অবনী জোয়ারদার।

• স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছেন পাঁচ জন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন ৮ জন।

• ৪২ জনের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হচ্ছেন ২৯ জন।

• এ বার শপথ গ্রহণ করতে ডাকা হল অন্য মন্ত্রীদের।

• দ্বিতীয় বারের জন্য বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ বাক্য পাঠ করলেন তিনি।

• কয়েক মিনিটের মধ্যে শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রথমে শপথ নেবেন মমতা। তার পর একাধিক মন্ত্রী এক সঙ্গে শপথ বাক্য পাঠ করবেন।

• ভুটানের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের শিল্পমন্ত্রীও পৌঁছে গিয়েছেন রেড রোডের মঞ্চে।

• লালু প্রসাদ, নীতীশ কুমার, অরবিন্দ কেজরীবাল, অখিলেশ যাদব পৌঁছে গিয়েছেন রেড রোডে। অরুণ জেটলি এবং বাবুল সুপ্রিয়ও পৌঁছেছেন অনুষ্ঠান মঞ্চে। রয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাও।

• গোটা টলিউড হাজির মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে। নিসপাল সিংহ, শ্রীকান্ত মোহতা, রাজ চক্রবর্তী, সোহম, জুন মাল্য, অরিন্দম শীল, বিরসা দাশগুপ্ত, রুদ্রনীল, দীপঙ্কর দে, কৌশিক গঙ্গোপাধ্যায় রয়েছেন বিশেষ অতিথিদের আসনে।

• নক্ষত্রের সমাবেশ অতিথিদের আসনে। সৌরভ গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সঞ্জীব গোয়েঙ্কা পৌঁছে গিয়েছেন বিশেষ ্অতিথিদের আসনে।

• রেড রোডে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান।

• ১৯ হাজার দর্শকের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে রেড রোডে।

• বিশেষ অতিথিদের পিছনে আরও ৪০০০ আসন অন্যান্য অতিথিদের জন্য।

• মঞ্চের সামনে ১৯ ফুট জায়গা ফাঁকা রাখা হয়েছেন। ফাঁকা জায়গার পরেই ১০০০ আসন বিশেষ অতিথিদের জন্য।

• শপথ গ্রহণ মঞ্চের লাগোয়া দু’টি মঞ্চ তৈরি করা হয়েছে। একটি মঞ্চে বসবেন ভিভিআইপি অতিথিরা। অন্য মঞ্চে বসবেন মন্ত্রিসভার সদস্যরা।

• ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন। পশ্চিমবঙ্গের মানুষকে অভিনন্দন। গত পাঁচ বছর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জন্য যা করেছেন, নির্বাচনের ফল তারই পরিণাম।’ বললেন নীতীশ কুমার।

• মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় পৌঁছে গেলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

• দুপুর ১২টা ৪৫ মিনিটে শুরু শপথ গ্রহণ।

• ১১টা ৫০ মিনিট নাগাদ সুব্রত মুখোপাধ্যায় পৌঁছলেন রেড রোডে।

• ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে এবং বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় শপথ গ্রহণ অনুষ্ঠানে। তাঁরাও কলকাতায় চলে এসেছেন।

• উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব পৌঁছে গিয়েছেন কলকাতায়। কিছুক্ষণের মধ্যেই রেড রোডের অনুষ্ঠান স্থলে পৌঁছবেন তিনি।

• ১১টা ১৫ নাগাদ পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং নগরোন্নয়ন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।

• শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় পৌঁছে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।

• ৪০ ফুট লম্বা, ৩৬ ফুট লম্বা মঞ্চ প্রস্তুত শপথ গ্রহণের জন্য।

• রেড রোডে ত্রি-স্তরীয় নিরাপত্তা বলয়।

• দুপুর ১২টা ৪৫ মিনিটে শুরু শপথ গ্রহণ।

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Ministry Taking Oath Red Road
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE