জাদুকর পিসি সরকার জুনিয়র।
জাদুকর পিসি সরকার জুনিয়র অসুস্থ৷ ইদানীং রক্তচাপ জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। সম্প্রতি তা বেড়ে যায়। জাদুকরের ছোট মেয়ে মুমতাজ জানিয়েছেন, গত ৭ এপ্রিল বৃহস্পতিবার আচমকা অসুস্থ বোধ করেন তাঁর বাবা প্রদীপ সরকার। তার পরেই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে তাঁকে ভর্তি করানো হয়। চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে তাঁকে সর্ব ক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শনিবার রাতে মুমতাজ বলেন, ‘‘বাবার অবস্থা এখন স্থিতিশীল। ডাক্তাররা জানিয়েছেন, বাবার শরীরে সোডিয়াম লেভেল ভীষণ কমে গিয়েছিল। তাঁদের আশা, ৩-৪ দিনের মধ্যেই বাবা সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন। আসলে ওঁর বিশ্রামের প্রয়োজন। এ সব ক্ষেত্রে বিশ্রামটা খুব জরুরি।’’
ভারতীয় জাদুবিদ্যাকে আন্তর্জাতিক স্তরে খ্যাতির শীর্ষে পৌঁছে দেওয়ায় পিসি সরকারের অবদান কম নয়। তাঁর ইন্দ্রজাল-এ দেশ-বিদেশের মানুষ মুগ্ধ। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে গোটা বিশ্ব থেকেই বার্তা আসছে বলে জানিয়েছেন মুমতাজ।
আরও পড়ুন:মাওবাদী ‘কিষেণদা’ মৃত, দাবি পুলিশের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy