শিলিগুড়ির জনসভায় নরেন্দ্র মোদী। ছবি সৌজন্য টুইটার।
শিলিগুড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়লেন মোদী। বুধবার কাওয়াখালিতে নির্বাচনী প্রচারে এসেছিলেন তিনি। সভামঞ্চে উঠে তিনি বলেন, “এই জনসভার বিপুল ভিড় দেখে বুঝতে পারছি মমতার নৌকা ডুবতে চলেছে।”
নরেন্দ্র মোদীর সভা ঘিরে এ দিন বঙ্গ রাজনীতিতে উত্তেজনা ছিল তুঙ্গে। এ দিন দুপুর ১টায় বাগডোগরা বিমানবন্দরে নামেন মোদী। সেখান থেকে কাওয়াখালিতে নির্বাচনী সভায় যান।সকাল থেকেই অগণিত সমর্থক সভায় এসে হাজির হয়েছিলেন। মঞ্চে উঠতেই ‘মোদী…মোদী’ স্লোগানে মুখর হয়ে ওঠে সভা।
এই সভামঞ্চ থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলকে কড়া ভাষায় আক্রমণ করেন মোদী। তৃণমূলের পাশাপাশি এ দিন তাঁর আক্রমণের নিশানায় ছিল কংগ্রেস এবং বামফ্রন্টও।
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
কী বললেন মোদী—
• ‘ম্যাঁয় ভি চৌকিদার হুঁ’
• আপনাদের ভোটেই মোদী জিতবে।
• ইউপিএ-র রিমোটওয়ালা সরকার ছিল। রোজ জঙ্গিরা হামলা চালাত। এখন যোগ্য জবাব দেওয়া হয়।
• ভারতীয় সেনাকে পুরো ছাড় দেওয়া হয়েছে। আপনারা খুশি তো?
• বালাকোটে ঘরে ঢুকে জঙ্গিদের মারা হয়েছে। আপনারা খুশি হয়েছেন তো? বুকের ছাতি চওড়া হয়েছে তো? মাথা উঁচু হয়েছে তো? কাঁদার কতা কাদের আর কারা কাঁদছেন! চোট ওখানে লেগেছে, তোমাদের ব্যথা হচ্ছে কেন? কলকাতায় বসে দিদির যতটা ব্যথা হয়েছে, এতটা ইসলামাবাদ বা লাহৌরের হয়নি।
• কংগ্রেস দেশের সেনাকে বিশ্বাস করে না, তারা দেশের আইনে বিশ্বাস করেনা।
• ভোটদানে আপনাদের কেউ বাধা দিতে পারবে না। কোনও ভয়ভীতি না রেখে ভোট দেবেন।
• জগাই-মাধাইয়ের গুন্ডা আর অনুপ্রবেশকারীদের দিন শেষ।
• এখানে এনআরসি নিয়ে অনেক ভুল কথা বলা হচ্ছে। গোর্খাদের বলছি, আপনাদের কোনও ক্ষতি হবে না।
• আগে বামেরা করত, এখন দিদি সেই অস্ত্র নিয়ে নিয়েছে। আরও ধার দিয়েছেন। বাম, কংগ্রেস, মমতা দিদি সবাই একই মুদ্রার বিভিন্ন দিক। এদের মোকাবিলা চৌকিদারের সঙ্গে।
• চৌকিদার পশ্চিমবঙ্গে কাজ করতে চায়। গ্রামে গ্রামে গ্যাস দেওয়ার কাজ আমরা দ্রুত করছি। বিদ্যুত্ পৌঁছে যাবে। সকলের জন্য বাড়ি, শৌচাগার হবে।
• আপনাদের চাওয়ালা উত্তরবঙ্গের চা শিল্পের উন্নয়নে বদ্ধপরিকর।
• আপানাদের ভালবাসা দিদির ঘুম ছুটিয়ে দেবে। বাংলার মানুষ আমাকে ভালবাসা দিয়েছে, আমি মাথা নত করে প্রণাম করি।
• কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যায়। কিন্তু দিদি স্পিড ব্রেকার। তিনি উন্নয়নে ব্রেক লাগিয়ে দিয়েছেন।
• দিদি ৭০ লাখের বেশি কৃষক পরিবারের উন্নয়নে ব্রেক লাগিয়ে দিয়েছেন।
• স্পিডব্রেকার সরার অপেক্ষায় আছি।
• দিদির সরকার গবিরদের লুঠ করেছে।
• কংগ্রেস-কমিউনিস্টদের চিন্তাধারা একই। ওরাও চায় গরিবি থাকুক।
• দিদি গরিবের পক্ষে নেই। গরিবি খতম হলে দিদির রাজনীতি শেষ হয়ে যাবে।
• যে গতিতে দেশের অন্য রাজ্যে কাজ করেছি, এ রাজ্যে সেই গতিতে কাজ হয়নি। এর কারণ কেন জানেন? আপনারা ঠিকই বুঝেছেন। পশ্চিমবঙ্গে এক স্পিডব্রেকার আছে। এখানকার লোক তাকে দিদি বলে জানেন। আপনাদের উন্নয়নের স্পিডব্রেকার হচ্ছেন দিদি।
• আপনাদের শুভেচ্ছাতেই এই চৌকিদার বড় বড়দের সঙ্গে টক্কর নিচ্ছে।
• এই জনসভার বিপুল ভিড় দেখে বুঝতে পারছি মমতার নৌকা ডুবতে চলেছে।
• ছোটবেলা থেকেই শুনছি যা বাংলা বলে তাকে গোটা দেশ অনুসরণ করে। আজও বাংলা যা করছে পুরো দেশ সে ভাবেই চলবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy