Advertisement
৩০ সেপ্টেম্বর ২০২৪

‘ছোট ছেলের কথা’ বলে রাহুলকে ওড়ালেন মমতা

কৃষক, শ্রমিক, যুবকদের জন্য মমতা কিছু করেননি বলে দিন কয়েক আগে মালদহে এসে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন রাহুল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৯ ০১:৩২
Share: Save:

রাজ্যে তাঁর সরকারের কাজকর্ম সম্পর্কে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর অভিযোগকে ‘ছোট ছেলের কথা’ বলে উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কৃষক, শ্রমিক, যুবকদের জন্য মমতা কিছু করেননি বলে দিন কয়েক আগে মালদহে এসে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন রাহুল। তার জবাবে বুধবার মমতা বলেন, ‘‘ছোট ছেলে কী বলল, তাতে কিছু যায় আসে না। ও বলেছে বলে আমাকেও বলতে হবে নাকি?’’ রাহুলের বক্তব্যকে গুরুত্ব দিতে না চাইলেও এ দিন অবশ্য লোকসভা ভোটে তৃণমূলের ইস্তাহার প্রকাশের গোড়াতেই কর্মসংস্থান, কৃষক, শ্রমিকদের জন্য তাঁর সরকারের কাজের গুচ্ছ ফিরিস্তি দেন মমতা।

কৃষকদের খাজনা মকুব থেকে শুরু করে তাদের জন্য বিমা-প্রকল্প—এক এক করে উল্লেখ করেন মমতা। এ রাজ্যে কৃষকদের আয় তিনগুণ বেড়েছে বলে দাবি করেন তিনি। অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য তাঁর প্রকল্পগুলিরও খতিয়ান দেন মুখ্যমন্ত্রী। সামাজিক সুরক্ষা প্রকল্পে দু’লক্ষ মানুষকে তিনি যে অন্তর্ভুক্ত করেছেন, তাও জানান তিনি।

এর পরেই কারও নাম না করেই মমতা বলেন, ‘‘যারা এ সব জানে না, তারাই কথা বলে। ভারত সরকারের কাছে সব তথ্য আছে। ফলে রাজনৈতিক কারণে যা ইচ্ছে বলে যাব, হবে না।’’ মমতার এই মন্তব্য রাহুলের উদ্দেশেই বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। তবে ভোটপ্রচারে এসে রাহুল যে ভাবে তাঁকে আক্রমণ করলেন, তাতে বিজেপি-বিরোধী সরকার গঠনে কংগ্রেস-তৃণমূলের সম্পর্ক এখনও স্পষ্ট নয় বলে অনেকের মত। কংগ্রেসকে আগামী দিনে পাশে পাবেন কি না, এ প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন মমতাও।

তবে কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় এলে দেশের পাঁচ কোটি পরিবারকে মাসে ৬ হাজার টাকা করে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে, সে প্রসঙ্গে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি মমতা। তাঁর বক্তব্য, ‘‘এটা ওদের দলের সিদ্ধান্ত। এ ব্যাপারে আমি কোনও মন্তব্য করতে পারি না।’’

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE