প্রচার নেই। নেই দেওয়াল লিখনও। বামফ্রন্ট সূত্রেই খবর, মালদহের দু’টি আসন কংগ্রেসকে ছেড়ে দেওয়া হবে ভেবে নিয়ে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকাই তৈরি করেননি তাঁরা। তাঁদের কথায়, মালদহের দু’টি লোকসভা আসনই কংগ্রেসের দখলে রয়েছে। ফলে দু’দলের মধ্যে সমঝোতা হলে কংগ্রেসকে আসন দু’টি ছেড়ে দিতে হবে। তাই ওই দুই আসনে প্রার্থী নিয়ে কিছু ভাবেনি দল।
কিন্তু সোমবার বাম-কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতা তৈরি হতেই প্রার্থী খোঁজার কাজ শুরু করে দিলেন জেলার বাম নেতারা। যদিও রাজ্য নেতৃত্ব এখনও প্রার্থীদের নামের তালিকা চেয়ে পাঠাননি বলে দাবি করেছেন তাঁরা। তাঁদের দাবি, ‘‘রাজ্য নেতৃত্ব প্রার্থীদের নামের তালিকা চেয়ে পাঠালে তা দেওয়ার মতো প্রস্তুতি আমাদের নেওয়া রয়েছে।’’
গত, বিধানসভা নির্বাচনে রাজ্যে বাম-কংগ্রেসের আসন সমঝোতা ধাক্কা খেলেও সফল হয়েছিল মালদহে। ওই বছর মালদদের ১২টি আসনের মধ্যে কংগ্রেস প্রার্থী দিয়েছিল ন’টি আসনে। আর বামেরা দিয়েছিল চারটি আসনে। ইংরেজবাজার আসনটিতে বাম ও কংগ্রেস সমর্থন করেছিল নির্দল প্রার্থীকে। হরিশ্চন্দ্রপুর এবং মালতীপুর আসনে বাম ও কংগ্রেসের বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছিল। বিধানসভার মতো পঞ্চায়েত নির্বাচনেও জেলায় দু’দল আসন সমঝোতা করে লড়াই করেছিল। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনেও জেলায় কংগ্রেসকে একাধিক আসন ছেড়ে দিয়েছিল বামেরা।
এ বারের লোকসভা নির্বাচনেও দু’দলের মধ্যে আসন সমঝোতা করে লড়াই-এর জল্পনা তৈরি হয়েছিল। আর মালদহের দু’টি লোকসভা আসনই কংগ্রেসকে ছেড়ে দেওয়া হবে বলে ধরে নিয়েছিল জেলার বাম নেতারা। আর তাতেই এ বারে সমস্যায় পড়েছেন জেলার বাম নেতৃত্বরা। কারণ কংগ্রেস রাজ্যের সমস্ত আসনে প্রার্থী দিতে মরিয়া। এতেই বিপাকে পড়েছেন জেলার নেতারা। জেলা বাম সূত্রে জানা গিয়েছে, কংগ্রেস সমস্ত আসনে প্রার্থী দিলে তাঁদেরও প্রার্থী দেওয়া হবে। সে ক্ষেত্রে মালদহের দুটি আসনেই প্রার্থীদের নাম বাছতে হবে। দলের একাংশ নেতৃত্বদের দাবি, জেলার বামদের সমস্ত শরিক দল নিয়ে দু’আসনে প্রার্থীর নাম নিয়ে বৈঠক করতে হবে। দু’টি আসন থেকে একাধিক নাম নিতে হবে। তারপরে তা রাজ্য নেতৃত্বের কাছে পাঠাতে হবে। ফলে এখানে সময় সাপেক্ষের বিষয় রয়েছে। একই সঙ্গে দেওয়াল লিখন, প্রচার, ফ্লেক্স ছাপাতে হবে। আচমকা রাজ্য নেতৃত্ব প্রার্থীর নাম চেয়ে পাঠালে বিপাকে পড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, আজ মঙ্গলবার মালদহে কর্মীসভা করতে আসছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এদিন তিনি রতুয়ার সামসী এবং পুরাতন মালদহের মঙ্গলবাড়িতে কর্মীসভা করবেন। সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, “বুথ নির্বাচনী কমিটি আমাদের তৈরি হয়েছে। সাংগঠনিক প্রস্তুতি নেওয়া আছে। তবে প্রার্থী দেওয়ার বিষয় না থাকায় সেই ভাবে দেওয়াল লিখন, প্রচার হয় নি। তবে আমাদের প্রার্থীর নাম তৈরি আছে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy