Advertisement
০২ নভেম্বর ২০২৪

আপাতত গ্রেফতার নয়, বাঁকুড়ায় দেড় মাস ঢোকাই বন্ধ সৌমিত্রের

সৌমিত্রের আগাম জামিন সংক্রান্ত মামলায় হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, ‘‘কারও বিরুদ্ধে অভিযোগ যখন উঠেছে, তখন তাঁর নিজেরই উচিত তাঁকে প্রার্থী না-করার জন্য দলীয় নেতৃত্বকে অনুরোধ করা। প্রার্থী হবেন কি না, সেটা অবশ্য তাঁর নিজস্ব বোধবুদ্ধির ব্যাপার।’’

সৌমিত্র খাঁ । —ফাইল চিত্র।

সৌমিত্র খাঁ । —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৯ ০৩:০১
Share: Save:

প্রতারণা-সহ দুষ্কর্মের বিভিন্ন মামলায় অভিযুক্তদের ভোটে দাঁড়ানো উচিত কি না, বুধবার সেই প্রশ্ন উস্কে দিল কলকাতা হাইকোর্ট। সেই সূত্রেই বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী সৌমিত্র খানকে আগামী ছ’সপ্তাহ বাঁকুড়া জেলায় ঢুকতে নিষেধ করেছে উচ্চ আদালত। ভোট এ বার সাত দফার। তার পাঁচটি দফাই নিষেধাজ্ঞার সময়সীমার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। তবে বাঁকুড়ার ভোট হবে আগামী ১২ মে, ষষ্ঠ দফায়।

সৌমিত্রের আগাম জামিন সংক্রান্ত মামলায় হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, ‘‘কারও বিরুদ্ধে অভিযোগ যখন উঠেছে, তখন তাঁর নিজেরই উচিত তাঁকে প্রার্থী না-করার জন্য দলীয় নেতৃত্বকে অনুরোধ করা। প্রার্থী হবেন কি না, সেটা অবশ্য তাঁর নিজস্ব বোধবুদ্ধির ব্যাপার।’’

তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া সৌমিত্রের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরির আশ্বাস দেওয়ার অভিযোগ উঠেছে। তার জেরে আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন তিনি। সেই মামলাতেই বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি মনোজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ এ দিন সৌমিত্রকে নির্দেশ দিয়েছে, আগামী ছ’সপ্তাহ তিনি যেন বাঁকুড়া জেলায় না-ঢোকেন। সেই
সঙ্গেই পুলিশকে ডিভিশন বেঞ্চের নির্দেশ, এই সময়ের মধ্যে তাঁকে গ্রেফতার করা যাবে না।

সৌমিত্রের আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় আদালতে জানান, তাঁর মক্কেল লোকসভা ভোটে দাঁড়াবেন। কিন্তু বাঁকুড়া জেলায় ঢুকতে না-পারলে তিনি তো প্রচারই করতে পারবেন না। তা শুনেই বিচারপতি বাগচীর পর্যবেক্ষণ, অভিযুক্তের নিজের উচিত, ভোটে প্রতিদ্বন্দ্বিতা না-করা।

গত জানুয়ারিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সৌমিত্র। আদালতে তাঁর আইনজীবীর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই তাঁর মক্কেলকে ফাঁসানো হয়েছে। নদীর চর থেকে অবৈধ ভাবে বালি তোলা, বেআইনি অস্ত্র রাখার মামলাও দায়ের করা হয়েছে সৌমিত্রের বিরুদ্ধে। অবৈধ ভাবে বালি তোলা ও বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ সংক্রান্ত মামলা দু’টিতে সৌমিত্রের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

বাঁকুড়া জেলা পুলিশ সূত্রের খবর, স্কুস সার্ভিস কমিশন বা এসএসসি-কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে বলে দাবি করে চাকরি পাইয়ে দেওয়ার টোপ ফেলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সৌমিত্রের বিরুদ্ধে। এ ছাড়াও অভিযোগ, গ্রুপ-ডি পদেও চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়েছেন তিনি। তাঁর সই সংবলিত একটি প্রার্থী-তালিকা ইতিমধ্যে হাতে এসেছে তদন্তকারীদের।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এ দিন বিচারপতি বাগচীর ডিভিশন বেঞ্চে জানান, অভিযুক্তের সই ও নিজের হাতে প্রার্থীদের নাম লেখা তালিকাটি হস্তলিপি বিশারদের কাছে পাঠানো হয়েছে। তার রিপোর্ট এখনও আসেনি। তা শুনে ডিভিশন বেঞ্চ জানায়, টাকা নিয়ে চাকরি দেওয়ার আশ্বাস সংক্রান্ত মামলায় আগাম জামিনের আবেদনের শুনানি চার সপ্তাহ পর্যন্ত মুলতুবি থাকছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE