Advertisement
১৩ নভেম্বর ২০২৪
COVID-19

করোনা টিকাকরণের জন্য ২০ দফার কো-মর্বিডিটি তালিকা দিল কেন্দ্র

৪৫ থেকে ৫৯ বছর বয়সীদের মধ্যে যাঁদের কো-মর্বিডিটি রয়েছে, তাঁরাও টিকা পাওয়ার জন্য আবেদনের যোগ্য।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ মার্চ ২০২১ ১৮:৩৯
Share: Save:

সোমবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের করোনা টিকাকরণ অভিযান। প্রথম সারির কোভিড যোদ্ধাদের পর দ্বিতীয় দফায় চলছে ৬০ বছর এবং তার বেশি বয়সীদের করোনা প্রতিষেধক দেওয়ার কাজ। পাশাপাশি, ৪৫ থেকে ৫৯ বছর বয়সীদের মধ্যে যাঁদের কো-মর্বিডিটি রয়েছে, তাঁরাও টিকা পাওয়ার জন্য আবেদনের যোগ্য।

করোনা প্রতিষেধক পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হওয়ায় ক্ষেত্রে কোন ধরনের শারীরিক সমস্যা ‘কো-মর্বিডিটি’ হিসেবে বিবেচনা করা যাবে, সে বিষয়েও সরকারি নির্দেশিকা জারি হয়েছে। জানানো হয়েছে, এ সংক্রান্ত ২০ দফা মাপকাঠি।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে টিকার জন্য নাম নথিভুক্তিকরণ। কী ভাবে নাম নথিবদ্ধ করতে হবে, রবিবার তার নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্র। দ্বিতীয় পর্যায়ের কোভিড টিকাকরণ কর্মসূচিতে ‘কো-উইন ২’ অ্যাপের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে। সচিত্র পরিচয়পত্রের নম্বর দিতে হবে।

পাশাপাশি, আধার, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো নথিও গ্রাহ্য হবে। এ ছাড়া নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য দিয়ে নাম লেখালে ওই অ্যাপে টিকাকরণ ‘নিশ্চিত’ দেখালে সেখানেই টিকাকেন্দ্রের নাম ও সময় উল্লেখ করা থাকবে। সেই নথির কপি এবং সচিত্র পরিচয়পত্র নিয়ে নির্দিষ্ট কেন্দ্রে যেতে হবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE