—প্রতীকী চিত্র।
কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করেই লোকসভা নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে সিপিএম। তবে সর্বভারতীয় ক্ষেত্রে ‘ইন্ডিয়া’ জোট গঠন এবং সেই সূত্রে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের ‘সুসম্পর্কে’র জেরে বাংলায় কংগ্রেস শেষ পর্যন্ত কী অবস্থান নেবে, এই প্রশ্নে সংশয় রয়েছে বাম শরিকদের একাংশের। কেরলে কংগ্রেসের সঙ্গে বামেদের মুখোমুখি লড়াই আবার বাংলায় সমঝোতা, এমন অবস্থানের ফলে ভুল বার্তা যেতে পারে কি না, সে সব প্রশ্ন তুলে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে চিঠিও দিয়েছেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। বাংলায় কংগ্রেস শেষমেশ তৃণমূলের দিকে যাবে বলে সিপিএম অবশ্য মনে করছে না। তবে দলের রাজ্য সম্পাদকমণ্ডলীতে বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনার পরে শরিকদের সঙ্গে কথা বলে অবস্থান ঠিক করার ভার বিমানবাবুর উপরেই ছেড়েছে সিপিএম। সূত্রের খবর, বামফ্রন্টের বৈঠক ডেকে বিমানবাবু এই প্রসঙ্গে আলোচনা করবেন। বৈঠকের দিন অবশ্য এখনও ঠিক হয়নি।
উত্তর দিনাজপুর, মালদহ ও মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের সঙ্গে সমঝোতা করেই যে ভাল লড়াই দেওয়া সম্ভব, তা নিয়ে শরিক নেতৃত্বের বড় অংশেরই সংশয় নেই। দক্ষিণবঙ্গে সমঝোতার ক্ষেত্রে বাম শরিকদের কয়েকটি আসন ছাড়তে হতে পারে। আবার লোক ও অর্থবলের কারণে আগের মতো করে আসন লড়ার পরিস্থিতি তাঁদের নেই, তা-ও অস্বীকার করছেন না শরিক নেতৃত্ব। গোটা বিষয়টিই এখন আলোচনাসাপেক্ষ। এরই মধ্যে আগামী ২৫ নভেম্বর প্রয়াত নেতা অশোক ঘোষের রচনা সংকলন প্রকাশ উপলক্ষে মহাজাতি সদনে অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করছে ফ ব। ফ্রন্ট চেয়ারম্যান বিমানবাবু-সহ অন্যান্য বাম দলের নেতৃত্বকে আমন্ত্রণ জানাচ্ছেন নরেনবাবুরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy