Advertisement
১৩ অক্টোবর ২০২৪
Kunal Ghosh

হাওয়াই চটি যোগ্য প্রধানমন্ত্রী: কুণাল

বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘জাতীয় রাজনীতিতে চূড়ান্ত ব্যর্থ তৃণমূলকে একাকিত্ব গ্রাস করছে। কেউ তাঁর নেতৃত্ব মানছে না। মানুষ জীবনের অভিজ্ঞতা দিয়ে তার রায় দেবে।’’

কুণাল ঘোষ।

কুণাল ঘোষ। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২২ ০৬:৫৬
Share: Save:

ফের মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। শুক্রবার তিনি জানান, আগামী নির্বাচনে সেই সম্ভাবনা রয়েছে।

বিরোধী শিবিরে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে বিভিন্ন সময় কথা হয়েছে। তবে মমতা নিজে বিরোধী জোটে তাঁর নেতৃত্বের কথা কথা বলেননি। তৃণমূলের অনেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মমতাকেই বিরোধী শিবিরের নেত্রী হিসেবে তুলে ধরতে চেয়েছেন। এ দিন আলোচনায় এক পা এগিয়ে মমতাকেই প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরেছেন কুণাল। এ দিন মুর্শিদাবাদের শক্তিপুরে তিনি বলেন, ‘‘গণতান্ত্রিক, ধর্মনিরেপক্ষ সব শক্তিকে নিয়ে যদি সরকার গড়া যায় তা হলে তাঁতের শাড়ি, হাওয়াই চটির প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এসেছে।’’

এ নিয়ে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘‘সঙ্ঘবদ্ধ বিরোধী শক্তির পূর্ণাঙ্গ চেহারা এখনও সামনে আসেনি। সেটা হওয়ার আগে হাওয়ায় এই নাম ভাসিয়ে দেওয়ার প্রবণতা বিরোধী শক্তির পথে বাধা সৃষ্টি করবে এবং বিজেপির সুবিধা করে দেবে।’’ সিপিএমের সুজন চক্রবর্তী বলেন, ‘‘মোদীর উদ্দেশ্য পূরণের জন্য তৃণমূল নেতাদের এই সব কথাই যথেষ্ট!’’

বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘জাতীয় রাজনীতিতে চূড়ান্ত ব্যর্থ তৃণমূলকে একাকিত্ব গ্রাস করছে। কেউ তাঁর নেতৃত্ব মানছে না। মানুষ জীবনের অভিজ্ঞতা দিয়ে তার রায় দেবে।’’

অন্য বিষয়গুলি:

Kunal Ghosh Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE