Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
TMC Fedaration

মুখ্যমন্ত্রী পাশেই আছেন, সরকারি কর্মীদের বার্তা দিতে শীঘ্রই মমতার উপস্থিতিতে সভা করতে চায় ফেডারেশন

কর্মচারী ফেডারেশন সূত্রে খবর, সংগঠনের তরফে মন্ত্রী মানস ভুঁইয়া এই সংক্রান্ত বিষয় নিয়ে উদ্যোগী হয়েছেন। মুখ্যমন্ত্রী সেই সময় উপস্থিত থাকার সবুজ সঙ্কেত দিলেই কলকাতায় সভার জন্য প্রস্তুতি শুরু করে দেওয়া হবে।

Chief Minister Mamata Banerjee will appear in the Trinamool Government Employees Federation meeting

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৪:১৯
Share: Save:

মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মচারীদের ক্ষোভের অন্ত নেই। সম্প্রতি আবার সরকারি হাসপাতালগুলিতে যে ‘থ্রেট কালচার’-এর তত্ত্ব প্রকাশ্যে এসেছে, তাতে সেই ‘অস্বস্তি’ বেড়ে কয়েক গুণ হয়েছে। এমনই সব ঘটনাক্রমের কারণে সরকারি কর্মচারী মহলে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে বলেই জেনেছে প্রশাসনের একাংশ। তাই সেই সব ঘটনা থেকে শিক্ষা নিয়ে এ বার তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশন শীঘ্রই একটি সভা করতে চায়। আর সেই সময় যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত করানো যায়, সেই বিষয়ে উদ্যোগ শুরু হয়েছে। কর্মচারী ফেডারেশন সূত্রে খবর, সংগঠনের তরফে মন্ত্রী মানস ভূঁইয়া এই সংক্রান্ত বিষয় নিয়ে উদ্যোগী হয়েছেন। মুখ্যমন্ত্রী সেই সময় উপস্থিত থাকার সবুজ সঙ্কেত দিলেই কলকাতায় সভার জন্য প্রস্তুতি শুরু করে দেওয়া হবে।

তৃণমূল কর্মচারী ফেডারেশনের সদস্যসংখ্যা ২ লক্ষ ৪৮ হাজার। এই সংখ্যা বাড়ানোর জন্য সংগঠনের তরফে সদস্য সংগ্রহ অভিযান চলছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ফেডারেশনকে আরও শক্তিশালী করতে চান সংগঠনের নেতারা। কারণ, আগামী বিধানসভা নির্বাচনের আগে জেলা কমিটিগুলিতে বিস্তর রদবদল করা হচ্ছে। এ ছাড়াও রাজ্যের সরকারি দফতরে বিভিন্ন শাখা কমিটিগুলিকেও নতুন করে সাজানো হচ্ছে। স্বাস্থ্য দফতরের শাখাতে ফেডারেশনের কমিটি গঠনের ক্ষেত্রে পর্যালোচনা শুরু হয়েছে। তাই নতুন করে কমিটি গঠন করা হবে। এই সব কাজের মধ্যে মুখ্যমন্ত্রী সময় দিলেই কলকাতার কোথাও সভা আয়োজন করা হবে।

উল্লেখ্য, এই সভার মুখ্যমন্ত্রীকে উপস্থিত করানোর বিষয়ে সাংগঠনিক স্বার্থও রয়েছে। কারণ, রাজ্য সরকারি কর্মচারীদের কাছে ফেডারেশন তুলে ধরতে চাইছে যে, মুখ্যমন্ত্রীও তাদের সংগঠনের প্রতি আস্থাশীল। তা হলে সদস্য সংগ্রহ অভিযানে গতি আসবে। এ প্রসঙ্গে তৃণমূল কর্মচারী ফেডারেশনের নেতা প্রতাপ নায়ক বলেন, ‘‘আমরা মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছি। মন্ত্রী মানস ভুঁইয়া মুখ্যমন্ত্রী সচিবালয়ের কাছে সময় চেয়েছেন, আর তাঁর দফতর সময় দিলেই কলকাতায় আমরা সবচেয়ে বড় সমাবেশে রাজ্য সরকারি কর্মচারীদের উপস্থিত করব।’’ প্রশাসন সূত্রে খবর, সংগঠনটি শাসকদলের অনুকূলে হওয়ায় মুখ্যমন্ত্রীকে তারা আমন্ত্রণ জানিয়েছেন। মনে করা হচ্ছে, সরকারি কর্মচারীদের আয়োজিত এই সভায় মুখ্যমন্ত্রী এসে কোনও বড়সড় ঘোষণা করতে পারেন।

অন্য বিষয়গুলি:

TMC Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy