এ বার খাস কলকাতার চেতলায় এক যুবতীকে অপহরণের চেষ্টা করল এক দুষ্কৃতী দল। যদিও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত এক জনকে পুলিশ গ্রেফতার করেছে। দিন কয়েক আগে হুগলি জেলার পোলবায় এক তরুণীকে ভোরবেলায় অপহরণের চেষ্টা করে দুষ্কৃতী দল। দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে প্রাণ দিতে হয়েছিল ওই তরুণীকে।
পুলিশ জানিয়েছে, রবিবার রাত ৮টা নাগাদ চেতলা থানা এলাকার শক্তিবাগানে এক যুবতী রাস্তা দিতে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় একটি চলন্ত ট্যাক্সি থেকে দরজা খুলে ওই যুবতীকে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। তিনি চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। চলন্ত ট্যাক্সিটির সামনে স্থানীয় বাসিন্দারা দাঁড়িয়ে পড়েন। এর পরে ট্যাক্সিটি থামতে বাধ্য হয়। ওই যুবতীকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা ধরে ফেলেন ট্যাক্সির ভিতরে বসে থাকা এক জনকে। কিন্তু আর এক জন পালিয়ে যায়।
আরও পড়ুন: আয়ার মারে রক্তাক্ত বৃদ্ধা, তবু ‘অসহায়’ হাসপাতাল
রবিবার রাতেই ওই যুবতীর বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। ধৃতের নাম লালবাবু। পুলিশ জানিয়েছে, যে ট্যাক্সিটিতে যুবতীকে অপহরণের চেষ্টা চলছিল সেটি বেশ কয়েক মাস আগে ভবানীপুর থেকে চুরি হয়েছিল। পুলিশ কর্তারা জানান, এই ঘটনায় বেশ কিছু রহস্যের জট এখনও কাটেনি। ঘটনাটি পূর্ব পরিকল্পিত কি না, ওই যুবতীর সঙ্গে এই যুবকদের কোনও পূর্ব পরিচয় ছিল কি না— এই বিষয়গুলির কিনারা খুঁজছে পুলিশ। এক পুলিশ কর্তার কথায়, ‘‘আর এক জন অভিযুক্তকে গ্রেফতার করতে পারলে, দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলেই আশা করছি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy