Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Anupam Roy Live Concert

প্রস্মিতার চোখে চোখ, দর্শকদের করতালি, রবিরারের মঞ্চে তারার মতোই প্রজ্বলিত গায়ক অনুপম

ভাইফোঁটা শেষে যখন বাঙালির মনে উৎসব শেষের বিষাদের ছায়া, ঠিক তখনই সুরের মূর্ছনায় শহরবাসীকে ভাসিয়ে নিয়ে গেলেন সকলের প্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার, গায়ক অনুপম রায়।

রবিবারের সন্ধ্যায়

রবিবারের সন্ধ্যায়

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১২:৪৬
Share: Save:

তারার আলোয় উজ্জ্বল হয়ে উঠেছিল শহর কলকাতার রবিবারের রাত। ভাইফোঁটা শেষে যখন বাঙালির মনে উৎসব শেষের বিষাদের ছায়া ঠিক তখনই সুরের মূর্ছনায় শহরবাসীকে ভাসিয়ে নিয়ে গেলেন সকলের প্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার, গায়ক অনুপম রায়।

‘টিম অনুপম রায়’-এর উদ্যোগে ৩ নভেম্বর নিকো পার্কে অনুষ্ঠিত হয়েছিল ‘তারার মতো জ্বলব’। এই অনুষ্ঠানের ডিজিটাল মিডিয়া পার্টনার ছিল আনন্দবাজার অনলাইন। আলোর রোশনাই, অনুপম রায়ের একের পর এক হিট গান এবং হাজার হাজার মানুষের সমবেত কণ্ঠে, নিকো পার্কের বিগ লনে জমে উঠেছিল বহু প্রতীক্ষিত এই গানের আসর ‘তারার মতো জ্বলব’।

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলা ছবির বিখ্যাত সব গান তো বটেই, এই দিন অনুপম রায় দর্শকদের উপহার দিয়েছেন তাঁর অ্যালবামের এমন অনেক গান, যা সচরাচর শোনার সুযোগ পাওয়া যায় না। অনুষ্ঠানে অনুপম রায়ের বাবা, মা এবং স্ত্রী প্রস্মিতা পালের উপস্থিতি এই স্বর্ণালী মুহূর্তকে আরও বেশি স্মরণীয় করে তুলেছিল। প্রস্মিতার চোখে চোখ রেখে অনুপমের গাওয়া ‘এখন অনেক রাত’ সত্যিই এই সন্ধ্যাকে যেন সকলের জন্যই প্রেমময় করে তুলেছিল। ভালোবাসার সুর ও আবেগের মূর্ছনায় আচ্ছন্ন হয়েছিল সকলেই।

দর্শক আসন আলো করে উপস্থিত ছিলেন গায়ক থেকে পরিচালক এবং রুপোলি পর্দার জনপ্রিয় তারারাও। সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী থেকে শুরু করে ইমন চক্রবর্তী, সিধু এবং সৃজিত মুখোপাধ্যায়ের উপস্থিতি এই সন্ধ্যাকে আরও উজ্জ্বল করে তুলেছিল।

নিকো পার্কের বিগ লনে ভক্তদের ভিড়

নিকো পার্কের বিগ লনে ভক্তদের ভিড়

তবে দর্শকদের কাছে বড় পাওনা ছিল শিল্পীর শিক্ষাগুরু প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়ের সরোদের সুরে তাঁর যুগলবন্দি। ২০১৯ -এর পর আবারও মঞ্চে গুরু-শিষ্যের জুটি তাঁদের সুরের জাদুতে মোহিত করেছিল মানুষের মন। আক্ষরিক অর্থে রবিবারের সন্ধ্যায় তিলোত্তমার বুকে তারার মতোই জ্বলে উঠলেন অনুপম।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE