Advertisement
০৩ নভেম্বর ২০২৪

মদ্যপানের প্রতিবাদ করে প্রহৃত যুবক

মদ্যপানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রহৃত হলেন এক যুবক। শনিবার রাতে বিরাটির সর্দারপাড়া এলাকার ঘটনা। অনুপ চক্রবর্তী নামে ওই যুবক থানায় অভিযোগ জানিয়েছেন। তবে রবিবার রাত পর্যন্ত গ্রেফতারের খবর নেই।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৭ ০০:১৩
Share: Save:

মদ্যপানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রহৃত হলেন এক যুবক। শনিবার রাতে বিরাটির সর্দারপাড়া এলাকার ঘটনা। অনুপ চক্রবর্তী নামে ওই যুবক থানায় অভিযোগ জানিয়েছেন। তবে রবিবার রাত পর্যন্ত গ্রেফতারের খবর নেই। অভিযোগ, মারধরের জেরে আপাতত শয্যাশায়ী ওই যুবক। গোটা ঘটনায় আতঙ্কিত তাঁর পরিবারের সদস্যরা।

আগে বিরাটিতেই মদ্যপানের প্রতিবাদ করতে গিয়ে নিগৃহীত হন এক যুবতী। এই ঘটনায় সেই স্মৃতি ফিরে এসেছে বাসিন্দাদের মনে। অভিযোগ, মত্ত যুবকদের উপদ্রবে এলাকার শান্তি বিঘ্নিত হচ্ছে। প্রশাসনের কাছে কড়া পদক্ষেপের আর্জিও জানাচ্ছেন তাঁরা।

অনুপবাবুর অভিযোগ, এলাকার কিছু যুবক রোজই মদ্যপান করে নানা উপদ্রব করে। তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে অশ্লীল ভাবভঙ্গি এবং গালিগালাজও করে। আগেও ওই যুবকদের সতর্ক করেছিলেন তিনি। কিন্তু তাতেও কাজ হয়নি।

তিনি জানান, শনিবার রাত সাড়ে আটটা নাগাদ বাড়ির সামনে ওই যুবকদের গালিগালাজ করতে দেখেন। সে সময়ে তাদের আচরণের প্রতিবাদ করেন তিনি। এ নিয়ে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন। অভিযোগ, এ সব শুনে অনুপ, অভিজিৎ ও পাপাই নামে তিন যুবক তাঁকে মারধর শুরু করে। গলাও টিপে ধরে। পরে এলাকার বাসিন্দারা অনুপবাবুকে উদ্ধার করেন। খবর পেয়ে অনুপবাবুর ভাই বিজয় চক্রবর্তী ঘটনাস্থলে যান। পরে উত্তর দমদম পুর হাসপাতালে গিয়ে চিকিৎসাও করান। মারধরের জেরে অনুপবাবুর হাতে, চোখের তলায় আঘাত লেগেছে বলে জানায় পুলিশ।

এই ঘটনা নিয়ে পুলিশের একটি সূত্রের দাবি, দু’পক্ষই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ব্যারাকপুর কমিশনারেটের ডিসি (জোন-২) ধ্রুবজ্যোতি দে বলেন, ‘‘অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেওয়া হবে।’’

অন্য বিষয়গুলি:

Birati Beaten Liquor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE