বাইপাসের চিংড়িঘাটায় দুই যুবকের মৃত্যুর ঘটনার রেশ মিটতে না মিটতেই ফের পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হল। সোমবার সকাল সাড়ে ছ’টা নাগাদ ভিআইপি রোডের বাঙুরে। মৃতার নাম ঊষা দাস (৬০)। বাড়ি নিউ টাউনের গৌরাঙ্গনগরের আদর্শপল্লিতে।
পুলিশ সূত্রে খবর, ঊষাদেবী পরিচারিকার কাজ করতেন। এ দিন তিনি বাগুইআটির দিক থেকে এসে ভিআইপি রোডের বাঙুর বাসস্টপে নেমে রাস্তা পেরোচ্ছিলেন। তখনই বেপরোয়া গতিতে আসা একটি বেসরকারি বাস তাঁকে ধাক্কা মারে। যদিও স্থানীয়দের একাংশের দাবি, ঊষাদেবী বাস থেকে নেমে সার্ভিস রোড পেরোচ্ছিলেন। তখন তিনি যে বাস থেকে নামেন সেটিই তাঁকে ধাক্কা মারে। আর জি করে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ঊষাদেবীর তিন ছেলে দুই মেয়ে। তিনি বড় ছেলে মাধব দাসের কাছেই থাকতেন। মাধব এ দিন বলেন, ‘‘মা যাঁদের বাড়িতে কাজ করতে যেতেন তাঁরাই ফোনে দুঃসংবাদটা জানান।’’
পুলিশ জানায়, বাসচালক ভোলানাথ দাসকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে বাসটিকে। তবে স্থানীয়দের একাংশের অভিযোগ, ঘটনাস্থলের কাছেই সাবওয়ে থাকলেও সেখানে পৌঁছতে গেলে সার্ভিস রোড পেরিয়ে যেতে হয়। ইদানীং ওই এলাকায় সার্ভিস রোডে বাস চলাচল করছে। ফলে পথচারীদের ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার করতে হচ্ছে। পুলিশের একাংশ জানিয়েছে, সার্ভিস রোড আদতে হাঁটার রাস্তা হলেও গাড়ির চাপ বেশি থাকলে ওই পথে গাড়ি চলাচল করে। তবে এ ক্ষেত্রে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy