সরস্বতী পুজোর প্রস্তুতিতে মেতে হিন্দু স্কুলের পড়ুয়ারা।
এসে গেল সরস্বতী পুজো। বছর ঘুরে কবে আসবে এই দিন তার জন্য অপেক্ষায় থাকে পড়ুয়ারা। কোন স্কুলের প্রতিমা ভাল হল, কোন স্কুলের আলপনা, কাদের আপ্যায়ন। এই নিয়ে স্কুলগুলো যখন প্রতিযোগিতায় মেতে তখন এ রাজ্যেই শিক্ষার আলো থেকে বঞ্চিত থেকে যায় অগণিত শৈশব।
শহর, মফস্বলের স্কুলগুলোর পড়ুয়ারা যখন পুজোর পর খিচুড়ি, লাবড়া, বেগুনির ভোগে মেতে তখন বাকি দিনগুলোর মতোই আরও একটা অভুক্ত দিন কেটে যায় তাদের।
দেখুন ভিডিও
দেখুন ভিডিও
নিজেদের বাস্তবের থেকে শতযোজন দূরে থাকা এই শৈশব, কৈশোর নিয়ে কী ভাবে আমাদের শহরের পড়ুয়ারা? এই বিষয় নিয়েই আমরা কথা বলেছিলাম উত্তর কলকাতার অন্যতম ঐতিহ্যশালী স্কুল হিন্দু স্কুলের পড়ুয়াদের সঙ্গে। কী বলল তারা?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy