ছবি: ইনস্টাগ্রাম।
কলকাতা পুলিশের তদন্তে একেবারেই খুশি নন মডেল সোনিকা সিং চৌহানের পরিবারের লোকজন৷ সোনিকার বন্ধুদের থেকে জানা গিয়েছে, সোনিকার মৃত্যু রহস্যের জট কাটাতে সিবিআই তদন্তের দাবি জানাতে পারে সোনিকার পরিবার৷ ১ মে দুর্ঘটনার ন’দিন পরে বিক্রম চট্টোপাধ্যায়ের রক্তের নমুনা ফরেন্সিক পরীক্ষা করতে পাঠিয়েছে পুলিশ। এতটা বিলম্বের কারণ কী, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।
লালবাজার সূত্রে খবর, দুর্ঘটনার পরে বিক্রমের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল। কিন্তু তা পরীক্ষা করতে পাঠানো হয়নি। যদিও এত দিন পরে ওই নমুনা পরীক্ষা করে বিক্রম সে দিন নেশাগ্রস্ত ছিলেন কি না, তা কতটা বোঝা সম্ভব সে বিষয়ে সন্দিহান তদন্তকারীদের একাংশ। রক্তের নমুনা সংগ্রহ করা হলেও মুত্রের নমুনা সংগ্রহ করা হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন: বিক্রমের মোবাইলের কললিস্ট দেখছে পুলিশ, গাড়ি ফের ফরেন্সিকে
এই দেরিকে গাফিলতি হিসেবে দেখছেন পুলিশের একাংশ। তাঁরা দায়ী করছেন ট্র্যাফিক পুলিশের ফ্যাটাল স্কোয়াড (এফএসটিপি)-কে। লালবাজার সূত্রে খবর, ঘটনার পরেই তদন্তভার এফএসটিপি-কে দেওয়া হয়। কিন্তু সে ভাবে অগ্রগতি না হওয়ায় ফের টালিগঞ্জ থানাকে তদন্তভার দেওয়া হয়েছে। এরই মাঝে সোনিকা মৃত্যুর রহস্যের জট কাটাতে মঙ্গলবার বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে টালিগঞ্জ থানা। চার জনের বিশেষ তদন্তকারী দলের হাতে এই ঘটনার তদন্তভার দেওয়া হয়। তার পরেই রক্তের নমুনা পরীক্ষায় পাঠানো হয়।
তদন্তকারীদের একাংশের দাবি, ওই রাতে বিক্রম তিনটি পানশালায় গিয়েছিলেন। সেখানকার কর্মীরা পুলিশকে জানিয়েছেন, তিন জায়গাতেই মদ্যপান করেছিলেন বিক্রম ও সোনিকা। তবে কতটা মদ্যপান করেছিলেন বিক্রম, তা জানতে পারেননি তদন্তকারীরা। যদিও মদ্যপান করেননি বলেই সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বিক্রম। তবে তাঁর বক্তব্যের সত্যতা নিয়ে ধোঁয়াশা রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।
মঙ্গলবার বিক্রমের বন্ধু অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়কে ডেকেও জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার দিন রাতে তাঁদের সঙ্গে তিনিও পার্টিতে হাজির ছিলেন বলে খবর। পুলিশ সূত্রে জানানো হয়, জিজ্ঞাসাবাদের জন্য বিক্রমকেও ডেকে পাঠানো হয়েছে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পুলিশের সামনে হাজির হননি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy