স্কুলের ১৫ থেকে ১৮ বছর বয়সি ছাত্রছাত্রীরা আধার কার্ড সঙ্গে নিয়ে গেলেই তাঁদের টিকা দেওয়া হবে। -ফাইল ছবি।
১৫ থেকে ১৮ বছর বয়সিদের সোমবার থেকে কোভিড টিকাকরণ শুরু করবে কলকাতা পুরসভা। সেই টিকা দেওয়া হবে স্কুলে স্কুলে। প্রতিদিন বিভিন্ন এলাকার স্কুলে দেওয়া হবে টিকা। পুরসভা সূত্রে রবিবার এ কথা জানানো হয়েছে।
সোমবার কোন কোন স্কুলে টিকা দেওয়া হবে, তার তালিকাও ঘোষণা করেছে পুরসভা। তালিকায় রয়েছে ১৬টি স্কুলের নাম।
পুরসভা জানিয়েছে, পরের দিন আবার অন্য এলাকার স্কুলে টিকা দেওয়ার কাজ হবে। তার তালিকা সোমবার প্রকাশ করা হবে। এই ভাবেই স্কুলে স্কুলে চলবে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের কোভিড টিকাকরণের কাজ।
পুরসভা সূত্রে জানানো হয়েছে, তালিকায় নাম থাকা স্কুলের ১৫ থেকে ১৮ বছর বয়সি ছাত্রছাত্রীরা আধার কার্ড সঙ্গে নিয়ে গেলেই তাদের টিকা দেওয়া হবে। তবে যারা স্কুলছুট বা স্কুলে পড়ে না, এমন ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকা পুরসভার ৩৯টি টিকাদান কেন্দ্রের যে কোনও একটিতে গিয়ে নিয়ে আসতে হবে।
ও দিকে, সংবাদসংস্থার খবর, টিকা নেওয়ার জন্য ১৫ থেকে ১৮ বছর বয়সিদের মধ্যে সাড়ে চার লক্ষের নাম দেশে এখনও পর্যন্ত নথিভুক্ত হয়েছে।
সোমবার কলকাতা পুরসভা এলাকার যে যে স্কুলে টিকা দেওয়া হবে তাদের নাম—
১) বাগবাজার মাল্টিপারপাস গভর্নমেন্ট গার্লস হাইস্কুল
২) টাউন স্কুল
৩) সারদাপ্রসাদ ইনস্টিটিউশন ফর গার্লস
৪) বেথুন কলেজিয়েট স্কুল
৫) মাল্টিপারপাস স্কুল ফর বয়েজ টাকি হাউস
৬) মডার্ন স্কুল
৭) সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল
৮) জগবন্ধু ইনস্টিটিউশন
৯) চেতলা গার্লস হাইস্কুল
১০) রাজেন্দ্র শিক্ষাসদন গার্লস হাইস্কুল
১১) সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা বিদ্যালয়
১২) ভিআইপি নগর হাইস্কুল
১৩) সাহাপুর হরেন্দ্রনাথ বিদ্যাপীঠ
১৪) বেহালা হাইস্কুল
১৫) নুটবিহারি দাস গার্লস হাইস্কুল
১৬) উচ্চ বালিকা বিদ্যালয়
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy