Advertisement
০৫ নভেম্বর ২০২৪

গরফায় উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ

দুলকি চালেই শুরু হয়েছিল রবিবারের সকাল। আসতে আসতে ভিড় জমতে শুরু করেছে দোকান বাজারে। বাঁশি বাজিয়ে বাড়ি বাড়ি থেকে আবর্জনা নিয়ে ভ্যাটে ফেলতে আসেন কলকাতা কর্পোরেশনের ঝা়ড়ুদাররা। হঠাত্ই ভ্যাটের মধ্যে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। ঘটনাটি ঘটে রবিবার সকালে গরফা থানার জীবনানন্দ সেতুর কাছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৫ ১২:৪৫
Share: Save:

দুলকি চালেই শুরু হয়েছিল রবিবারের সকাল। আসতে আসতে ভিড় জমতে শুরু করেছে দোকান বাজারে। বাঁশি বাজিয়ে বাড়ি বাড়ি থেকে আবর্জনা নিয়ে ভ্যাটে ফেলতে আসেন কলকাতা কর্পোরেশনের ঝা়ড়ুদাররা। হঠাত্ই ভ্যাটের মধ্যে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। ঘটনাটি ঘটে রবিবার সকালে গরফা থানার জীবনানন্দ সেতুর কাছে।

পুলিশ জানিয়েছে, এ দিন সকাল ৮টা নাগাদ ভ্যাট থেকে উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ। দেহে আঘাতের চিহ্ন আছে। বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। মৃতদেহ দেখে ওই ব্যক্তি ভবঘুরে বলেই অনুমান পুলিশের।

খুন না নিছক দুর্ঘটনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দিনে দুপুরে দেহ উদ্ধারের ঘটনার জেরে চা়ঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

অন্য বিষয়গুলি:

garfa dead body vat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE