রোজ রাত ন’টা নাগাদ সাইকেল নিয়ে এলাকায় ঘুরে বেড়াতেন এক যুবক। সেই চেহারার বর্ণনা ও সময়ের সঙ্গে মিলে যাচ্ছিল গত তিন দিনে দুই তরুণীকে ব্লেড দিয়ে আঘাত করা যুবকের। এর পরে সোমবার বরাহনগরের কুঠি ঘাট থেকে শিবু বিশ্বাস নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। তবে ছিনতাই নয়, মানসিক রোগে আক্রান্ত ওই যুবক নিছকই খেয়ালের বশে ওই কাণ্ড ঘটাতেন বলে দাবি তদন্তকারীদের।
২৩ সেপ্টেম্বর রাতে বরাহনগরের অতুলকৃষ্ণ ব্যানার্জি লেনে এক ছাত্রীকে আক্রমণ করে এক যুবক। ব্লেড দিয়ে তাঁর গাল কেটে দেওয়া হয়। এর পরে রবিবার ওই এলাকার পাশের রাস্তা অতুলকৃষ্ণ বসু লেন দিয়ে ফিরছিলেন এক ছাত্রী। তাঁরও থুতনি চিরে দেওয়া হয়।
পুলিশ জেনেছে, প্রতিদিন ওই সময়েই শিবু সাইকেল নিয়ে বাড়ির আশপাশে ঘুরে বেড়াতেন। শিবু পুলিশকে জানান, রোজ ওই সময়ে তিনি জল আনতে বেরোতেন। যদিও তাঁর কাছে জলের জার মেলেনি। তাঁর বাড়ির লোকেরা জানান, দীর্ঘ দিন ধরেই শিবুর মানসিক রোগের চিকিৎসা হচ্ছিল।
ব্যারাকপুর কমিশনারেটের ডিসি (বেলঘরিয়া জোন ২) ধ্রুবজ্যোতি দে বলেন, ‘‘নানা সূত্র মিলে যাওয়ায় ওই যুবককে ধরা হয়। ওই দুই তরুণীকে নিয়ে এসে তাঁকে শনাক্ত করানো হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy