নিগৃহীত ডাক্তার। ফাইল চিত্র।
চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে শনিবার এক ঘণ্টা বহির্বিভাগে কাজ বন্ধ রাখলেন সরকারি-বেসরকারি হাসপাতালের ডাক্তারেরা। অধিকাংশ বেসরকারি হাসপাতালে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বহির্বিভাগের কাজ বন্ধ ছিল। এনআরএস, এসএসকেএম, বাঙুর হাসপাতালেরও একাধিক বিভাগে এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতি চলে।
সম্প্রতি একবালপুরের এক হাসপাতালের জুনিয়র চিকিৎসককে শারীরিক নিগ্রহের অভিযোগ ওঠে কলকাতা পুলিশের একটি থানার ওসির বিরুদ্ধে। অভিযোগ, পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করেনি। এমনকি, চিকিৎসকেরা আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। চিকিৎসকেরা থানার সামনে অবস্থান বিক্ষোভ করলে পুলিশ পাল্টা মামলা দায়ের করে।
এর পরেই ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম’, ‘অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টর্স’, ‘ডক্টর্স ফর পেশেন্ট’-সহ চিকিৎসকদের পাঁচটি সংগঠন নিয়ে তৈরি যৌথমঞ্চ কর্মবিরতির সিদ্ধান্ত নেয়। জরুরি বিভাগে অবশ্য কাজ বন্ধ হয়নি।
চিকিৎসকেরা জানিয়েছেন, এ দিন কালো ব্যাজ পরে বহির্বিভাগে রোগী দেখা হয়। কর্মবিরতির সময়ে চিকিৎসকেরা রোগীদের জানান, কেন তাঁরা কাজ বন্ধ করেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy