Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Saraswati Puja 2018

সরস্বতী পুজোর খুটিনাটি, হিন্দু স্কুলের পড়ুয়াদের সঙ্গে

পুজোর চাঁদা তোলা থেকে বাজেট ঠিক করা, প্রতিমা আনা, আলপনা দেওয়া, বাজার করা, রান্নার ঠাকুর ঠিক করা, অন্য স্কুলে নেমন্তন্ন করতে যাওয়া সব দায়িত্বই যে নিজেদের। কোথাও একচুলও যেন খুঁত ধরতে না পারে কেউ।

জোরকদমে পুজো প্রস্তুতি চলছে হিন্দু স্কুলে।

জোরকদমে পুজো প্রস্তুতি চলছে হিন্দু স্কুলে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৮ ০০:০০
Share: Save:

সরস্বতী পুজো মানেই যেন হঠাত্ করে কিছুটা বড় হয়ে যাওয়ার দিন। মজা, আনন্দ, অলিখিত প্রতিযোগিতার ছলে দায়িত্ব নিতে শিখে যাওয়ার দিন। স্যর, দিদিমণিদের দেখিয়ে দেওয়া, ‘‘আমরাও পারি।’’

পুজোর চাঁদা তোলা থেকে বাজেট ঠিক করা, প্রতিমা আনা, আলপনা দেওয়া, বাজার করা, রান্নার ঠাকুর ঠিক করা, অন্য স্কুলে নেমন্তন্ন করতে যাওয়া সব দায়িত্বই যে নিজেদের। কোথাও একচুলও যেন খুঁত ধরতে না পারে কেউ।

দেখুন ভিডিও:

শুধু পুজোটা সুষ্ঠভাবে করতে পারলেই তো হল না। আগের বছরের থেকে ভাল করতে হবে যে! আর পরের বছরও যেন একটি আফসোসের সুরে বলে, উঁহু, ঠিক আগের বছরের মতো হল না।

রঙ-তুলিতে চলছে পুজোর প্রস্তুতি

এরপর আবার রয়েছে অন্য স্কুলকে চমকে দেওয়ার পালা। সব মিলিয়ে সরস্বতী পুজোর দিনটা যেন বড্ড আপন।

পুজোর খুঁটিনাটি নিয়ে চলছে দেদার আড্ডা

আমরা কথা বলেছিলাম উত্তর কলকাতার হিন্দু স্কুলের পড়ুয়াদের সঙ্গে। কী ভাবে আয়োজন করছে ওরা এ বারের পুজোর। শুনে নিন ওদের মুখ থেকেই।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE