এই ছবি ঘিরেই চাঞ্চল্য ছড়ায়।
এজেসি বোস উড়ালপুলের চাঙড় খসে পড়েছে— বৃহস্পতিবার সকাল থেকেই এ রকম একটি খবর ছড়িয়ে পড়ে। খবরটির ভিত্তি একটি ৯ সেকেন্ডের ভিডিও। এ দিন সকাল থেকেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।
দুপুর গড়ানোর আগেই কলকাতা ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমে একের পর এক ফোন আসতে থাকে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, মিন্টো পার্ক এবং লর্ড সিনহা রোডের মাঝে কোনও একটি অংশে হঠাৎ উড়ালপুলের উপর থেকে প্রচুর ধুলো ঝরে পড়ছে। আপাত ভাবে দেখলে মনে হবে উড়ালপুলের কোনও অংশ যেন ভেঙে পড়েছে।
কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, এর পরই কয়েক জন অফিসারকে পাঠানো হয় উড়ালপুলের উপর। জানা যায় সকালের দিকে সেতুর উপরে এইচ আর বি সি কর্তৃপক্ষের ঠিকা শ্রমিকরা সেতুর রুটিন সাফাই এবং রঙের কাজ করছিলেন। সেই কাজ করার সময়তেই তাঁরা ধূলো নীচে ফেলেন। সেই সময় কয়েকজন পথচারী সেই ছবি তুলে নেন। সেখান থেকেই গুজবের জন্ম।
আরও পড়ুন: তীব্র আগুনে তেতে উঠল মেডিক্যাল কলেজের মেঝে
আরও পড়ুন: কাপড়ে মুড়ে উদ্ধার রোগী
এর পর কলকাতা পুলিস তাঁদের টুইটার পেজেও জনগনকে উদ্দেশ্য করে জানান আতঙ্কিত হওয়ার কিছু নেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy