—ফাইল চিত্র।
জনা তিরিশ মহিলা কর্মীকে নিয়ে গত বছর কলকাতা মেট্রোর প্রথম মহিলা পরিচালিত স্টেশন হিসেবে আত্মপ্রকাশ করেছিল নেতাজি ভবন। কিন্তু দেখা যায়, রাতের শেষ মেট্রো চলে যাওয়ার পরে প্রায়ই বাড়ি ফিরতে গিয়ে সমস্যায় পড়ছেন ওই মহিলা কর্মীরা। অনেককেই মেট্রো স্টেশনে রাতে থেকে যেতে হত। কিন্তু সেখানে তাঁদের থাকার মতো পরিকাঠামো ছিল না। শুক্রবার, আন্তর্জাতিক নারী দিবসে সেই অসুবিধা দূর করতে মহিলা কর্মীদের জন্য বিশ্রামাগার চালু করলেন মেট্রো কর্তৃপক্ষ। এ দিন ৭৫০ বর্গফুটের ওই বিশ্রামাগারের উদ্বোধন করেন মেট্রোর অর্থনৈতিক উপদেষ্টা কাকলি ঘোষাল। মেট্রোকর্তাদের দাবি, বিশ্রামাগার চালু হওয়ায় দূর-দূরান্তের মহিলা কর্মীদের স্টেশনে থাকতে আর অসুবিধা হবে না। অন্য দিকে, এ দিনই পার্ক স্ট্রিট এবং মহানায়ক উত্তমকুমার স্টেশনে নারী দিবস উপলক্ষে মহিলাদের জন্য বিশেষ অস্থি পরীক্ষা শিবিরের আয়োজন করেন মেট্রো কর্তৃপক্ষ। প্রায় ১০০ জন মহিলা যাত্রী অস্থি পরীক্ষা করান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy