Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Scam

নামমাত্র খরচে ‘হোলি পার্টি’! লিঙ্ক খুলতেই উধাও টাকা, কলকাতায় সক্রিয় জালিয়াতির নতুন চক্র

কোথাও বিপুল ছাড়ের প্রলোভন দেখিয়ে ফোন করা হচ্ছে, কোথাও আবার নাম নথিভুক্ত করানোর নামে লিঙ্ক পাঠিয়ে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ।

A Photograph representing Scam

মোবাইলে পাঠানো রেজিস্ট্রেশন লিঙ্কটি খুলতেই তাঁর অ্যাকাউন্ট থেকে কয়েক হাজার টাকা খসে যায় বলে অভিযোগ। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:৫১
Share: Save:

হরেক রকম খাবার, সঙ্গে পানীয়। রং খেলার পাশাপাশি থাকছে নাচ-গান, হুল্লোড়-সহ গোটা দিন ধরে বিনোদনের হরেক আয়োজন। রেজিস্ট্রেশন বাবদ নামমাত্র টাকা দিলেই মিলবে দোল বা হোলি উৎসবের এমন ‘পার্টি’তে যাওয়ার সুযোগ!

দিনকয়েক আগে এমনই সব প্রলোভন দেখিয়ে ফোন এসেছিল বালিগঞ্জের এক যুবকের কাছে। কম খরচে ‘হোলি পার্টি’তে যাওয়ার সুযোগ হাতছাড়া করতে না চেয়ে তড়িঘড়ি নাম নথিভুক্ত করাতে যান তিনি। কিন্তু তার পরে মোবাইলে পাঠানো রেজিস্ট্রেশন লিঙ্কটি খুলতেই তাঁর অ্যাকাউন্ট থেকে কয়েক হাজার টাকা খসে যায় বলে অভিযোগ। গত কয়েক দিনে শহরে এই কায়দায় একাধিক প্রতারণার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। দোল উপলক্ষে ভুয়ো পার্টির নাম করে সাইবার জালিয়াতদের সক্রিয় হওয়ার একাধিক অভিযোগ সামনে এসেছে। কোথাও বিপুল ছাড়ের প্রলোভন দেখিয়ে ফোন করা হচ্ছে, কোথাও আবার নাম নথিভুক্ত করানোর নামে লিঙ্ক পাঠিয়ে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ। দিনকয়েক আগে এমনই একটি ফোন পেয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। তাঁর কথায়, ‘‘অচেনা নম্বর থেকে ফোন করে হোলি পার্টির কথা বলা হয়। এমনকি, শহরের এক নামী জায়গায় সেই পার্টি হবে বলেও জানানো হয়। কিন্তু রেজিস্ট্রেশন বাবদ যে পরিমাণ টাকার কথা বলে, তা শুনে আমার বিশ্বাস হয়নি। তাই ফোন কেটে দিই।’’

পুলিশের একাংশ যদিও কম টাকায় পার্টি করার এই সুযোগকে প্রলোভনের ফাঁদে ফেলার ছক হিসাবেই দেখছেন।লালবাজারের সাইবার-কর্তারা নির্দিষ্ট করে কিছু না জানালেও গোটা বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু হয়েছে বলে খবর। এমনকি, খাস কলকাতায় বসেই, না কি ভিন্ রাজ্য থেকে এই প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। সাইবার বিশেষজ্ঞদের একাংশ যদিও একে প্রতারণার ‘ভোলবদল’ হিসাবে দেখছেন।

তাঁদের একাংশের মতে, গোটাটাই আসলে পুরনো পদ্ধতিকে নতুন মোড়কে সাজিয়ে জালিয়াতি করার উপায়। সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্তবলছেন, ‘‘বিদ্যুতের বিল বা লটারিতে মোটা অঙ্কের টাকা জেতার কথা বলে প্রতারণা— এ সব পদ্ধতি অনেক পুরনো হয়ে গিয়েছে। প্রশাসন-সহ বিভিন্ন মহলের বার বার প্রচারে মানুষ অনেকটা সতর্কও হয়েছেন। তাই বার বার পদ্ধতি বদল করেপ্রতারণার চেষ্টা করছে জালিয়াতেরা। হোলি পার্টি তারই অঙ্গ। কোথাও কোনও অস্বাভাবিক বা বিরাট ছাড়ের কথা বললে সকলকেই সতর্ক হতে হবে।’’

লালবাজারের এক পুলিশকর্তা অবশ্য বলছেন, ‘‘সাইবার প্রতারণা সম্পর্কে সতর্ক করতে পুলিশের তরফে বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে। প্রতারণাঠেকাতে জালিয়াতির অভিযোগ পাওয়া মাত্র দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। বহু ক্ষেত্রে অপরাধের শিকড়ে পৌঁছে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সক্ষম হয়েছি। তবে সাইবার প্রতারণা কমিয়ে আনতেসাধারণ মানুষকেও সতর্ক থাকতে হবে।’’

অন্য বিষয়গুলি:

Scam Money Theft Fraud Case
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy