Advertisement
০৩ নভেম্বর ২০২৪

মেডিক্যালে চাঙড় খসে আহত অন্তঃসত্ত্বা

কর্তৃপক্ষের দাবি, ‘‘এটা নিছক দুর্ঘটনা। হাসপাতাল ভবনের পরিকাঠামোর যথাযথ নজরদারি ও রক্ষণাবেক্ষণ করা হয়।’’

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৮ ০২:১৯
Share: Save:

শৌচালয়ের ছাদের চাঙড় মাথায় পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। আহতের নাম অর্পিতা সর্দার।

রোগীর পরিবার সূত্রের খবর, সলপের বাসিন্দা অর্পিতা। প্রসবের জন্য দিন কয়েক আগে হাসপাতালের ইডেন ভবনে স্ত্রীরোগ বিভাগে ভর্তি হয়েছিলেন। এ দিন শৌচালয়ে তাঁর স্নান করার সময়েই ঘটে যায় বিপত্তি। এই দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন অর্পিতা। তাঁর মাথার উপরে জলের পাইপের টুকরোও ভেঙে পড়ে।

পরিজনেদের অভিযোগ, প্রসূতির মাথায় চোট লাগা সত্ত্বেও হাসপাতালের তরফে কোনও তৎপরতা দেখানো হয়নি। এমনকি, সিটি স্ক্যানও করা হয়নি। গাফিলতির কথা অবশ্য মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক কর্তার দাবি, রোগিণীর কোনও শারীরিক ক্ষতি হয়নি। তিনি বলেন, ‘‘প্রসূতির শারীরিক অবস্থা এক জন চিকিৎসক পরীক্ষা করেছেন। সমস্যা ধরা পড়েনি। পাইপ ভেঙে পড়ায় ভয় পেয়ে গিয়েছিলেন উনি। বড় কোনও বিপদ ঘটেনি।’’

কিন্তু বড় বিপদ তো ঘটতে পারত? কর্তৃপক্ষের দাবি, ‘‘এটা নিছক দুর্ঘটনা। হাসপাতাল ভবনের পরিকাঠামোর যথাযথ নজরদারি ও রক্ষণাবেক্ষণ করা হয়।’’

যদিও সরকারি হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের শৌচালয়ের পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। মেডিক্যালও তার ব্যতিক্রম নয়। শৌচালয়ের ডাস্টবিন উপচে ওঠে ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিন ও উচ্ছিষ্ট খাবারে। অপর্যাপ্ত জলের কারণে দুর্গন্ধ এবং বেড়াল, কুকুরের ছড়ানো আবর্জনায় নরকদশা হয় শৌচালয়ের। অথচ রোগীরা তাই-ই ব্যবহার করতে বাধ্য হন। রোগীর পরিজনেদের অভিযোগ, বাইরের দেওয়ালে চকচকে রং হলেও হাসপাতালের ভিতরে ন্যূনতম নজরদারি যে নেই, এ দিনের ঘটনায় ফের তা প্রমাণিত হল।

অন্য বিষয়গুলি:

Calcutta Medical College Maintainance
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE