Advertisement
০২ নভেম্বর ২০২৪
Road Accident

বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত ২ যুবক

দু’জনে এক বন্ধুর বাড়িতে জন্মদিনের নিমন্ত্রণ খেয়ে ফিরছিলেন।

মৃত অনিকেত গোস্বামী ও রাজা ভট্টাচার্য।

মৃত অনিকেত গোস্বামী ও রাজা ভট্টাচার্য।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৯ ১৯:১২
Share: Save:

গতির নেশা কেড়ে নিল তরতাজা দু’টি প্রাণ। বন্ধুর জন্মদিনের পার্টি থেকে বাড়়ি ফেরার পথে বেপরোয়াভাবে বাইক চালতে গিয়ে এজেসি বোস রোডে গুরুতর আহত হন দুই যুবক। পুলিশ সূত্রে খবর, ওই দুই যুবকের কারও মাথায় হেলমেট ছিল না। হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

মৃতরা হলেন খিদিরপুরের বাসিন্দা রাজা ভট্টাচার্য (২৪) এবং বজবজের বাসিন্দা অনিকেত গোস্বামী (২৩)। পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতেএকটি বাইকে করে তাঁরা বাড়ি ফিরছিল। পুলিশ ট্রেনিং স্কুলের দিক থেকে হেস্টিংস মোড়ের দিকে যাওয়ার সময় আচমকাই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রবল গতিতে ধাক্কা মারে রাস্তার ধারের রেলিংয়ে।পুলিশের টহলদারি গাড়ির কর্মীরা প্রথমে বিষয়টি লক্ষ করেন। কর্তব্যরত পুলিশকর্মীরা তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যান এসএসকেএম হাসপাতালে।

রাজার পরিবারের সদস্যরা জানিয়েছেন, দু’জনে এক বন্ধুর বাড়িতে জন্মদিনের নিমন্ত্রণ খেয়ে ফিরছিলেন। প্রাথমিকতদন্তের পর পুলিশ জানিয়েছে, রেলিংয়ে ধাক্কা লাগার ফলে মাথায় আঘাত পান দু’জনে। অন্য কোনও গাড়ি পেছন থেকে ধাক্কা মেরেছিল কি না জানতে ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ‘রাফাল থেকে প্রধানমন্ত্রীকে কেউ বাঁচাতে পারবে না’, সুপ্রিম কোর্টের রায় হাতিয়ার করে তোপ রাহুলের​

আরও পড়ুন: পাতালেও ধুন্ধুমার! নজিরবিহীন ভাবে ময়দানে মেট্রো আটকালেন ধর্মঘট সমর্থকরা​

অন্য দিকে,বুধবার সকালে কলকাতা স্টেশনের কাছে বাসের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কলকাতা স্টেশন থেকে মালঞ্চগামী একটি বাস ধাক্কা মারে ওই মহিলাকে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE