পাঠক ও গুণগ্রাহীদের অনেকেই প্রিয় লেখককে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাননি। সে কথা মাথায় রেখে রবিবার সকালে স্মরণসভা করার সিদ্ধান্ত নিয়েছে প্রয়াত সুচিত্রা ভট্টাচার্যের পরিবার। ঘনিষ্ঠ ও পরিচিতেরা স্মৃতিচারণ করবেন। সুচিত্রার নানা বয়সের ছবির কোলাজ রাখা হবে। রাখা থাকবে পাণ্ডুলিপির বাঁধানো প্রতিকৃতি। তবে সভা কোথায় হবে, বৃহস্পতিবার রাত পর্যন্ত তা ঠিক হয়নি। গোর্কি সদন বা নন্দন-৩ প্রেক্ষাগৃহে সভা হতে পারে বলে জানানো হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকুরিয়ায় নিজের বাড়িতেই মারা যান ‘কাচের দেওয়াল’, ‘কাছের মানুষ’, ‘দহন’, ‘হেমন্তের পাখি’, ‘নীল ঘূর্ণি’, ‘অলীক সুখ’-এর মতো বহুলপঠিত গল্প-উপন্যাসের লেখক সুচিত্রা। বয়স হয়েছিল ৬৫ বছর। বুধবার দুপুরে কেওড়াতলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সুচিত্রার মেয়ে মণিকুন্তলা কেশান বলেন, ‘‘পরিচিত কিছু মানুষজনকে আমন্ত্রণ করছি। তার বাইরেও আরও বহু মানুষ যাঁরা মাকে ভালবাসতেন, তাঁকে শ্রদ্ধা জানাতে চান, তেমন যে কেউ চাইলে স্মরণসভায় আসতে পারেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy