Advertisement
০৮ নভেম্বর ২০২৪
Fire

মল্লিকবাজারে বহুতলে আগুন, আতঙ্ক

বুধবার দুপুরে আচমকাই ওই বহুতলে আগুনের ফুলকি দেখতে পান বাসিন্দারা। দমকল পৌঁছনোর আগেই আগুন ভয়াবহ চেহারা নেয়।

আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। নিজস্ব চিত্র।

আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ মে ২০১৮ ১৪:২৩
Share: Save:

মল্লিকবাজারে লোহাপট্টির বহুতলে আগুন। বুধবার দুপুরে আচমকাই ওই বহুতলে আগুনের ফুলকি দেখতে পান বাসিন্দারা। দমকল পৌঁছনোর আগেই আগুন ভয়াবহ চেহারা নেয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। তবে অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছ’টি ইঞ্জিন।

দমকলকর্মীদের সঙ্গে আগুন নেভাতে ঝঁপিয়ে পড়েন এলাকার বাসিন্দারাও। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের ফলেই আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি নয় বলে দমকল সূত্রে জানানো হয়। ওই বহুতলে বিভিন্ন সংস্থার অফিস ছিল। নীচে দোকান। এলাকাটি খুবই ঘিঞ্জি। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়।

দেখুন ভিডিয়ো:

আরও পড়ুন:

ইডেনে আজ খেলা হবে তো? ভয় দেখাচ্ছে দুর্যোগের মেঘ

নাবালিকা পাচার চলছেই যৌনপল্লিতে

তবে দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের বাইরে যায়নি। যদিও দুপুরের ব্যস্ত সময়ে অগ্নিকাণ্ডের জেরে মল্লিকবাজার এলাকায় সাময়িক যানজট হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE