মাঝেরহাটে লেভেল ক্রসিং তৈরির কাজ চলছে। শুক্রবার। নিজস্ব চিত্র
মাঝেরহাট এবং নিউ আলিপুরের মধ্যে নতুন লেভেল ক্রসিং তৈরির জন্য আজ, শনিবার রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত টানা ১৮ ঘণ্টা শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে।
রেল সূত্রের খবর, এ দিন রাত ১০টা ১০ মিনিট থেকে রবিবার বিকেল ৪টে ১০ মিনিট পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে। শনিবার ওই শাখায় তিনটি আপ এবং দু’টি ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার আপ ও ডাউন মিলে ৩২টি ট্রেন বাতিল হয়েছে। চক্ররেলও অংশিক ভাবে পরিষেবা দেবে। মাঝেরহাট স্টেশনে ভেঙে পড়া ব্রিজের আগে এসেই থেমে যাবে ট্রেন।
রেল সূত্রে খবর, প্রতিদিন ওই শাখায় গড়ে ৬০-৭০ হাজার যাত্রী যাতায়াত করেন। সপ্তাহান্তে সংখ্যাটা কিছু কমলেও পুজোর মুখে ছুটির দিনে কার্যত দিনভর ওই শাখায় ট্রেন বন্ধ থাকায় বহু যাত্রীর ভোগান্তি হতে পারে বলেই আশঙ্কা। কিন্তু রেলের এক আধিকারিক জানান, লেভেল ক্রসিংয়ের মধ্যে ট্রেনের লাইন পরিবর্তনের ক্রসিং পয়েন্ট রাখা যায় না। ওই পয়েন্ট সরানো এবং নতুন জায়গায় স্থাপনের কাজ সময়সাপেক্ষ। তাই ১৮ ঘণ্টা ওই অঞ্চলে ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে হবে। ফলে চলবে না ট্রেন।
রেল সূত্রে খবর, নৈহাটি- বজবজ ও কল্যাণী সীমান্ত-বজবজ লোকালের যাত্রা নিউ আলিপুর পর্যন্ত সীমায়িত করা হয়েছে। ওই দু’টি ট্রেন নৈহাটি এবং কল্যাণী থেকে এসে শিয়ালদহ, বালিগঞ্জ হয়ে নিউ আলিপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে থামবে। আবার সেখান থেকেই ফিরে যাবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy