Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Majerhat

মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম-এ মুখ্যমন্ত্রী

মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন। এখনও হাসপাতালে চিকিৎসা চলছে জখম ব্যক্তিদের।

ঘটনাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

ঘটনাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৮ ২২:০৩
Share: Save:

মাঝেরহাট ব্রিজের দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্ন থেকে সোজা এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। প্রায় ২০ মিনিট হাসপাতালে ছিলেন তিনি।

হাসপাতাল সূত্রে খবর, এ দিন হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। কর্তৃপক্ষের কাছে আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর করেন। যাতে আহতদের চিকিৎসায় কোনও রকম সমস্যা না হয়, সে বিষয়টিতে নজর রাখতে বলেন তিনি। যদিও এ দিন হাসপাতালে যাওয়ার বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি মুখ্যমন্ত্রী।

মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন। এখনও হাসপাতালে চিকিৎসা চলছে জখম ব্যক্তিদের।

আরও পড়ুন: অনেক সেতুর অবস্থাই খারাপ, বললেন মুখ্যমন্ত্রী, তদন্ত না হওয়া পর্যন্ত বন্ধ মেট্রোর কাজ

(শহরের প্রতি মুহূর্তের সেরা বাংলা খবর জানতে পড়ুন আমাদের কলকাতা বিভাগ।)

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE