—ফাইল চিত্র।
ছবিটা বদলাল লালবাজার সংলগ্ন ফুটপাতের। লালবাজার থেকে বেরোনোর যে গেট, তার বাঁ দিকের ফুটপাতে এত দিন পা রাখাই মুশকিল হত। গোটা ফুটপাতে সার দিয়ে রাখা হত মোটরবাইক। খোদ কলকাতা পুলিশের স্টিকার লাগানো মোটরবাইকও বেআইনি ভাবে ফুটপাতে রাখা হত বলে অভিযোগ। মঙ্গলবার বিকেলে দেখা যায়, ফুটপাতের ওই অংশ থেকে মোটরবাইক উধাও। ফুটপাতে বাইকের পার্কিং ঠেকাতে পুলিশের তরফে ব্যানার লাগানো হয়েছে। অতিরিক্ত কমিশনার জাভেদ শামিম বলেন, ‘‘ফুটপাতে কোনও ভাবেই বাইক রাখা চলবে না। কড়া নজরদারি চলবে।’’ লালবাজারের সামনের ওই ফুটপাতে বাইক রাখার ফলে পথচারীদের মূল রাস্তায় নেমে হাঁটতে হত। তাঁদের নিরাপত্তার কথা ভেবেই বাইক রাখা নিষিদ্ধ করা হল বলে লালবাজার সূত্রের খবর।
বাইক রাখা বন্ধ হওয়ায় খুশি পথচারীরা। ডালহৌসির একটি বেসরকারি সংস্থায় কর্মরত এক ব্যক্তি বলেন, ‘‘এত দিন ধরে পুলিশ নিজেই নিয়ম ভাঙত। আশা করি এ বার পরিস্থিতি বদলাবে।’’
লালবাজারে ফুটপাতের সৌন্দর্যায়নের কাজ শেষ হয়েছে। তবে কলকাতা পুলিশের সদর দফতরের সামনে ফুটপাত ঠিকঠাক থাকলেও রাস্তার উল্টো দিকের ফুটপাতে খানাখন্দ রয়েছে। পুরসভা সূত্রের খবর, সেই অংশটিও সারানোর কাজ শুরু হবে। মেয়র পারিষদ (রাস্তা) রতন দে বলেন, ‘‘ভোটের জন্য কাজ বন্ধ রয়েছে। ভোট মিটলেই লালবাজার স্ট্রিটের ফুটপাত সংস্কারের কাজ শুরু হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy