Advertisement
০২ নভেম্বর ২০২৪

ডাক্তারদের পাশে আছি, বার্তা পুলিশের

বৃহস্পতিবার কলকাতা পুলিশের ফেসবুক পেজে একটি ছবি আপলোড করা হয়। সেখানেই লেখা হয় পুলিশ বা ডাক্তার যে কোনও পেশাতেই বিচ্ছিন্ন বিচ্যুতি ঘটে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জুন ২০১৮ ০৩:০৩
Share: Save:

চিকিৎসকদের উপরে নিগ্রহের বিরুদ্ধে এ বার সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করল কলকাতা পুলিশ।

বৃহস্পতিবার কলকাতা পুলিশের ফেসবুক পেজে একটি ছবি আপলোড করা হয়। সেখানেই লেখা হয় পুলিশ বা ডাক্তার যে কোনও পেশাতেই বিচ্ছিন্ন বিচ্যুতি ঘটে। তার জেরে সবাইকে দোষী করা ঠিক নয়। সরকারি-বেসরকারি হাসপাতালেও এই বার্তা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি বলা হয়েছে, চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযোগ প্রমাণিত হলে দশ বছর পর্যন্ত জেল হতে পারে।

চিকিৎসক নিগ্রহ ঠেকাতে পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে চিকিৎসক মহল। একাধিক চিকিৎসক সংগঠনের সদস্যেরা এই বার্তাকে স্বাগত জানিয়েছেন। কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে দীর্ঘ লড়াইয়ের জেরেই প্রশাসনের টনক নড়েছে বলে মত আন্দোলনকারীদের একাংশের।

বিশ্বকাপের মরসুমে মেসিকে হাতিয়ার করে নেট দুনিয়ায় প্রচার চালাচ্ছেন ডাক্তারেরাও। পেনাল্টি মিস করা মেসি যেমন গোল করে ভিলেন থেকে ভগবান হয়ে উঠেছেন, তেমনই কোনও নিগৃহীত ডাক্তার অন্য কারও প্রাণ বাঁচালে ভগবান হয়ে ওঠেন— এমন পোস্টও নজরে আসছে।

সম্প্রতি কলকাতা-সহ সারা রাজ্যে হাসপাতালে ভাঙচুর, চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযোগ উঠেছে, প্রশাসনের সক্রিয়তার অভাবেই এমন দৌরাত্ম্য বাড়ছে। পুলিশের এই পোস্টের পরে এমন ঘটনায় প্রশাসন যে কড়া, সেই দিকটা সামনে আসবে বলেই আশা চিকিৎসক মহলের।

অন্য বিষয়গুলি:

Kolkata Police Doctors Social Post
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE