জামতাড়ায় অভিযান চালিয়ে ৫ সাইবার অপরাধীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। জোড়াবাগান থানা এলাকার বাসিন্দা প্রবীণকুমার আগরওয়াল ‘জামতাড়া গ্যাং’-এর ফাঁদে পড়ে নিজের ব্যাঙ্কের তথ্য অজান্তেই প্রতারকদের দিয়ে দেন। তার পর, তথ্যপ্রযুক্তির মাধ্যমে অনলাইনে প্রায় ৩ লক্ষ টাকা হাতিয়ে নেয় অপরাধীরা। এই চক্রে আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চলছে। ধৃতদের ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে।জানুয়ারির শুরুতে প্রবীণকুমারের মোবাইলে একটি এসএমএস আসে। তাতে বলা হয়, পেটিএম ‘আপডেট’ করত হবে। না হলে পেটিএম আর ব্যবহার করা যাবে না। এর পর ফের ফোন করে একই কথা বলা হয় প্রবীণকে। তাঁকে একটি অ্যাপ (কুইক সাপোর্ট) নিজের মোবাইলে ডাউনলোড করতে হলা হয়। ওই অ্যাপ ডাউনলোড করতেই প্রবীণের মোবাইলের নিয়ন্ত্রণ চলে যায় প্রতারকদের হাতে। তথ্যপ্রযুক্তি় কাজে লাগিয়ে জামতাড়ায় বসেই প্রায় ৩ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।